বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০১০

.mkv ফরমেটের ভিডিও ফাইল’কে DVD’তে রূপান্তর করূন


.mkv ফরমেটের ফাইল সম্পর্কে অনেকের হয়তো ধারনা আছে। ভালো কোয়ালিটি’তে মুভি/ক্লিপ এবং ফাইলের সাইজ ছোট আকারে ডাউনলোড করতে আপনাকে .mkv ফরমেট বেছে নিতে হবে। ভালো কোয়ালিটি’র একটি মুভি সাধারনত 700 মেগাবাইট থেকে 1 জিবি পর্যন্ত হয়ে থাকে কিন্তু এটি যদি .mkv ফরমেটের ফাইল হয় তবে এর সাইজ হবে 250-300 মেগাবাইট হবে এবং কোয়ালিটির কোন রকমফের হবেনা।
.mkv ফরমেটের ফাইল শুধু কম্পিউটারেই চলে এছাড়া এটি যদি আপনি DVD’তে রাইট করে DVD প্লেয়ারে চালাতে চান তখন সমস্যায় পড়তে হয় কারন সব বার্নিং সফটওয়্যার .mkv ফরমেটের ফাইল সাপোর্ট করে না। এর জন্য আপনি E.M. Free MKV Video2Dvd সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটি একটি ফ্রিওয়্যার সফটওয়্যার তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। নিচের লিঙ্ক খেকে সফটওয়্যার’টি ডাউনলোড করে নিতে পারেন।

E.M. Free MKV Video2Dvd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget