বুধবার, ৮ ডিসেম্বর, ২০১০

ফোল্ডারে আইকন সেট

১. একটি ফোল্ডার তৈরী করুন। এবার যেই ফোল্ডারে আইকন সেট করতে চান সেটিতে মাউসের ডানবাটনে ক্লীক করুন। 

২. এবার Properties এ ক্লীক করুন।



৩. Customize ট্যাবে ক্লীক করুন। এবং Change Icon এ ক্লীক করুন।

৪. এবার Browse বাটনে ক্লীক করুন। একটি ডায়ালগ বক্স আসবে। এবার .ico ফরমেটের আইকন সিলেক্ট করে ওপেন করুন। 
[বড় করে দেখার জন্য ছবিটিতে ক্লীক করুন]

৫. এবার OK বাটনে ক্লীক করুন।



৬. সবশেষে Apply বাটনে ক্লীক করে OK বাটনে ক্লীক করুন। 

এবার আপনার ফোল্ডারটি দেখুন। আইকন পরিবর্তন হয়ে গেছে।




যেভাবে পুনরায় আগের মতো করবেনঃ
১. ফোল্ডারটিতে মাউসের ডানবাটনে ক্লীক করে Properties এ ক্লীক করুন। Customize ট্যাবে ক্লীক করুন। এবং Change Button এ ক্লীক করুন।
এবার Restore Defaults এ ক্লীক করুন।


এবার Apply বাটনে ক্লীক করে OK বাটনে ক্লীক করুন।  

কৃতিত্ত রহিম ভাই এর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget