
















আমরা অনেকেই বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ব্যবহার করি। অনেকের পছন্দের সাথে আমার পছন্দটি নাও মিলতে পারে। আমি নিজেও অনেক এন্টিভাইরাস ব্যবহার করিছি। সেগুলো হল ম্যাকাফি, ক্যাস্পারস্কি, এভাস্ট, আভিরা, এভিজি……। বর্তমানে ESET Smart Security ব্যবহার করছি। এটি অত্যন্ত এক্টিভিটেড এন্টিভাইরাস। যাদের পিসির কনফিগারেশন সবল নয়, এন্টিভাইরাস ইনস্টল করলে কম্পিউটার স্লো হয়ে যায় অথবা ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করতে ইচ্ছুক তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। এটি খুবই শক্তিশালী এন্টিভাইরাস। যারা ব্যবহার করেছেন তারা এর কেরামতি ভাল করেই জানেন। এই এন্টিভাইরাসটি ডাউনলোড করতে হলে অবশ্যই এর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। নিচে ESET Smart Security এর ফিচারসমূহ এক নজরে দেখে নিন।





যেভাবে এর আপডেট ইউজারনেম ও পাসওয়ার্ড পাবেন
ESET Smart Securityএর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য আপনি নিচের সাইটটিতে চোখ রাখতে পারেন। এই সাইটটির ঠিকানা পেয়েছি আমাদের জনপ্রিয় টিউনার , সফটগুরু জনাব হাসিব সাহেবের কাছ হতে। নিচের লিংকের মাধ্যমে সাইটিতে প্রবেশ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন