মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০১০

টার্গেটঃ ভিস্তা,৭। বিষয়ঃ উইন এক্সপ্লোরার এর কমান্ড বার পাল্টানো।

রেজিষ্ট্রি এডিটর দিয়ে উইনডোজ ভিস্তা আর ৭ এর কমান্ড বারের “Organize” এবং “Layout” কিভাবে পাল্টাতে হয়।(যারা বুঝেন নাই তারা ছবিটা দেখুন)Organize Layout Menus Commandbar রেজিষ্ট্রির মজাঃ পর্ব ৩। টার্গেটঃ ভিস্তা,৭। বিষয়ঃ উইন এক্সপ্লোরার এর কমান্ড বার পাল্টানো। | Techtunes তো হয়ে যাক।
|—————–—————|
|মিনিমাম ইউসার লেভেল – মিড লেভেল
|ডিফিকাল্টি – ৩৩%
|—————————–—|
১. win+r চেপে RUN এ গিয়ে  regedit লিখে এন্টার চাপুন। তাহলে রেজিষ্ট্রি এডিটর চালু হবে।
২. এখন একে একে নিচের ধাপ অনুসারে যেতে থাকুন।
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\CommandStore\shell
৩. এখন নিচের সাব-কি দুটো খুজে বের করুনঃ
Windows.layout
Windows.organize
৪. এখন আপনি যদি Organize এর Layout কোন অপশন দেখতে চান। তাহলে  Windows.layout এ ক্লিক করে ডান পাশের প্যানে “SubCommands” ষ্ট্রিং এ ডাবল ক্লিক করুন। তাহলে নতুন আসা উইন্ডোতে ভ্যালু ডাটাতে নিচের কোড গুলো দেখতে পারবেন।
“Windows.menubar;|;Windows.previewpane;Windows.readingpane;Windows.navpane;Windows.librarypane”
এখানে Windows.menubar; এর দ্বারা Menu Bar অপশনটি রাখা হয়েছে।আর “।” এই চিহ্ন দিয়ে একটা আলাদা ক্যাটাঘরি দেখানো হয়েছে।
এখন “Organize” এর “Layout” এ যা যা দেখতে চান তা “SubCommands” ষ্ট্রিং এর প্রোপার্টিজ এর ভ্যালু ডাটার মধ্যে লিখুন। ব্যাস।
Windows.cut; Windows.copy; Windows.paste; Windows.undo; Windows.redo; |; Windows.selectall; |; Windows.menubar; |; Windows.previewpane; Windows.readingpane; Windows.navpane; Windows.librarypane; Windows.folderoptions; |; Windows.delete; Windows.rename; Windows.removeproperties; Windows.properties; |; Windows.closewindow
কোনটার জন্য কোন কোড নিশ্চয়ই বুঝতে পারছেন। Windows. এর পরে যা লিখা আছে তাই যেমন “cut” ।
Customize Organize Layout Menu Windows Explorer Command Bar রেজিষ্ট্রির মজাঃ পর্ব ৩। টার্গেটঃ ভিস্তা,৭। বিষয়ঃ উইন এক্সপ্লোরার এর কমান্ড বার পাল্টানো। | Techtunes
যাদের “you don’t have permission” মেসেজ আসে তারা রেজিষ্ট্রি কি তে রাইট ক্লিক করে।  “Permissions…” এ ক্লিক করুন। নতুন আসা উইন্ডোর “Advanced” বাটনে ক্লিক করুন। এরপর আবার নতুন আসা উইন্ডোতে “Owner” tab এ ক্লিক করুন। আপনার Username সিলেক্ট করে “Apply” করুন। তারপর OK>OK ক্লিক করে বের হয়ে আসুন। আবার ঐ রেজিষ্ট্রি কি তে রাইট ক্লিক করে।  “Permissions…” এ ক্লিক করুন। আপনার ইউজার নেম সিলেক্ট করে “Allow” option থেকে “Full Control” সিলেক্ট করুন OK করে বের হয়ে আসুন। ব্যাস।
আর আপনি যদি Organize এর Layout এ কোন অপশন না দেখে সরাসরি Organize এ দেখতে চান তাহলে Windows.organize এ ক্লিক করে ডান পাশের প্যানে “SubCommands” ষ্ট্রিং এ ডাবল ক্লিক করুন। তাহলে নতুন আসা উইন্ডোতে ভ্যালু ডাটাতে উপরের কোড গুলো থেকে প্রয়োজনীয় কোড গুলো লিখে ফেলুন। আর Layout দেখতে না চাইলে Windows.layout রেজিষ্ট্রি কি টি ডিলিট করে দিন।
Modified Organize Layout Menus Commandbar রেজিষ্ট্রির মজাঃ পর্ব ৩। টার্গেটঃ ভিস্তা,৭। বিষয়ঃ উইন এক্সপ্লোরার এর কমান্ড বার পাল্টানো। | Techtunes

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget