এছাড়া এর আরো অনেক সুবিধা আছে।
এই সফটওয়্যার টিতে Autofix, Refresh, Quick Uninstall,Advanced Uninstall,Search প্রভৃতি অপশন আছে। অটোফিক্স অপশন অটোমেটিকালী ফিক্সড করে থাকে। কোন প্রোগ্রাম ঠিকমতো ইনস্টল করা না হলে তা ফিক্সড করে থাকে। অধিকাংশ প্রোগ্রাম Quick Uninstall দিয়ে আনইনস্টল হয়। কিছু গুলোর ক্ষেত্রে Advanced Uninstall প্রযোজ্য।
Search Option দিয়ে খোজা যাবে কোন কোন প্রোগ্রাম চলছে।
এছাড়া ডিস্ক ক্লিনার অপশন আছে, যা অনেক জাঙ্ক ফাইল ডিলিট করে দেয়।যা ccleaner দিয়ে ডিলিট হয় না।এটা বেশ ভালো একটা সুবিধা।
স্টার্টআপ প্রোগ্রাম যোগ বা রিমুভ করার অপশন আছে এটাতে:
Trace Eraser অপশন
এ অপশন দিয়ে ইন্টানেট ব্রাউজারের হিস্টোরী,কুকিজ প্রভৃতি ডিলিট করার সুবিধা আছে।তবে এটা তেমন ভালো না।
File Shredder:
এ অপশনটিও যোগ করা আছে।
এছাড়া Windows tools (System Information, Diffragment , Security Centre প্রভৃতি), Start Menu ফিক্সড করার অপশন আছে।
টিউনটি হয়তো অনেকেই জানেন ।আমি শেয়ার করার জন্যই লিখলাম।
এটি ডাউনলোড করতে পারেন এখান থেকে:
যারা নিজের সাইটের অ্যাড পছন্দ করেন না তাদের জন্য
মিডিয়াফায়ার লিংক:
সিরিয়াল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন