মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০১১

ছবির চারপাশ রাউন্ড করুন ফটোশপে বা অনলাইনে

ফটোশপেঃ

  • প্রথমে ফটোশপে ছবি টি অপেন করুন।


  • কিবোর্ড থেকে M চেপে প্রয়োজন মত সিলেক্ট করুন।


  • Select > Modify > Smooth গিয়ে ১০ বা ৭ বা ৫ যেটায় ভাল আসে সেটা দিন।


  • এবার Select > Inverse তে ক্লিক করুন।


  • Edit > Cut।  thumbs up

  • http://www.rongmohol.com/img/avatars/1327.pngনা বুঝতে পারলে ভিডিও টিউটোরিয়ালটি ফলো করতে পারেন।
    আরো একটি পদ্ধতিতে করতে পারেন কাজটি।
    এবার করুন অনলাইনে
  • প্রথমে রাউন্ডপিক এ প্রবেশ করুন।


  • আপনার ছবিটি দেখিয়ে দিন বা ওয়েবে থাকলে সেটার লিংক দিন।


  • এবং রাইন্ট ইট এ ক্লিক করুন।


  • কোন সেটিং চেন্স করার দরকার নেই। ব্যাস হয়ে গেছে। ডাউনলোড করে নিতে পারেন।

  • ওয়েবে করলাম নিচের ছবিটি
    http://img141.imageshack.us/img141/5220/goodconversationemperor.jpg
    আগে।
    http://img37.imageshack.us/img37/6740/1295931058.png
    পরে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Twitter Bird Gadget