শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০১১

আপনার উইন্ডোজ এক্সপি’তে ব্যাবহার করুন ভিসতা/সেভেনের মত সাইডবার


এখনোও ইউন্ডোজ ব্যাবহারকীরদের মাঝে উইন্ডোজ এক্সপি ব্যাবহারকারীরা ভিসতা / সেভেন ব্যাবহারকারীদের থেকে এগিয়ে। কিন্তু এক্সপি ব্যাবহারকীরা অবশ্যয় মিস করেন ভিসতা সেভেনের নানা সুবিধাগুলো এদের মাঝে অন্যতম হলো সাইডবার। আপনার এক্সপি’তে সাইডবার নেই সমস্যা নেই এখন চাইলে আপনি ভিসতা সেভেনের মত এক্সপিতে সাইডবার ব্যাবহার করতে পারবেন। তার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ছোট একটি সফটওয়্যার আর এটি একটি ফ্রি টুলস্।

Windows Sidebar Real one Pack 

প্রথমে টুলস্’টি ডাউনলোড করে আপনার উইন্ডোজ এক্সপি’তে ইন্সটল করে নিন। এটি সাইজে ১৪ মেগাবাইট। ইন্সটল করার পর আপনার এক্সপি’তে ভিসতা বা সেভেনের মত সাইডবার যুক্ত হবে। আপনি চাইলে ইচ্ছেমত সাইডবার যুক্ত করতে পারবেন। আরো জানতে এখানে ভিজিট করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget