- সার্চ রেজাল্ট দেখাবে। সেখান থেকে আমি প্রথম রেজাল্টে ক্লিক করলাম। কেন ঐটা? কেননা লক্ষ্য করলে দেখবেন এর সিডার(যারা ডাউনলোড করতে দিচ্ছে) সংখ্যা অনেক বেশি। সেজন্যই আমি এইটাতে ক্লিক করেছি।
- ক্লিকের পর দেখবেন যে যে সাইটে সিডার অনেক বেশি সেটায় সবসময় ক্লিক করবেন।
- এর পর যে পেইজটি আসবে তা খুব গুরুত্বপূর্ণ। এটি ক্লোজ করবেন না। এখানে দেখুন অনেক টরেন্ট প্রোভাইডিং সাইটের লিঙ্ক দেখাচ্ছে। মানে কোন কোন সাইটে এই টরেন্টটা আছে তার লিস্ট। আপনি btjunkie/alive torrent/kickass torrent একটায় রাইট ক্লিক করে নিউ ট্যাব/উইন্ডো খুলে প্রবেশ করুন। এখানে ডাউনলোড লিঙ্ক থেকে টরেন্টটা ডাউনলোড করে নিন।
Don’t Close this page
- ওপেন করুন মিউটরেন্ট দিয়ে। দেখুন কি কি ডাউনলোড হবে তা দেখাচ্ছে। এবার সেইভের জায়গা দেখিয়ে ওকে দেন। অপেক্ষা করুন।
- * ভাল স্পিড পেলে আর কিছু করতে হবেনা। তবে ভাল স্পিড না পেলে(যেমন-আপনার ৫১২ কেবি লাইনে আপনি স্পিড ৫১২ পাচ্ছেন না, ২৫৬ কেবি পাচ্ছেন এমন হলে) যে পেইজটা ক্লোজ করিনি সেই পেইজে ব্যাক করুন।
- * স্ক্রল করে নিচে যান। ট্রাকার গুলো ছবির মত এক এক করে কপি করুন। পেস্ট করুন এনে মিউটরেন্টে যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে ফাইলের প্রোপারটিজে গিয়ে পাওয়া ট্রাকার বক্সে গ্যাপ দিয়ে দিয়ে।
- এবার ওকে করে আবার ফাইলে রাইট ক্লিক করে আপডেট ট্রাকার দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন