সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

১৩১টি ভিডিও টিউটোরিয়াল লিনাক্স এর ব্যাবহার ও ট্রিকক্স নিয়ে

আমি এবার লিনাক্স এর বিশাল কালেক্শন নিয়ে। আসা করি সবার ভালো লাগবে। না লেগে তো উপাই নাই বস।
Wind River brings out their latest platform Linux 4 ১৩১টি ভিডিও টিউটোরিয়াল লিনাক্স এর ব্যাবহার ও ট্রিকক্স নিয়ে (ওস্তাদ এবার চা খেতে খেতে শিখে ফেলুন লিনাক্স) | Techtunes ভিডিও দেখার নিয়ম:-
নিচে প্রতিটা চেপ্টার দিলাম। ১ থেকে ১৩১টি। আপনার যেটা দরকার সেটায় ক্লিক করুন পরে একটা পেজ আসবে সেখানে প্লে চিন্হতে ক্লিক করলেই ভিডিও শুরু হয়ে যাবেন। নিচের ছবিটি দেখুন। যেখানে মার্ক করা সেখানে ক্লিক করলেই ভিডিও শুরু হবে।
untitled1 ১৩১টি ভিডিও টিউটোরিয়াল লিনাক্স এর ব্যাবহার ও ট্রিকক্স নিয়ে (ওস্তাদ এবার চা খেতে খেতে শিখে ফেলুন লিনাক্স) | Techtunes

Video Tutorials

চলুন শুরু করি

  1. An Introduction to Screencasting in Linux
  2. Encoding Screencasts in Linux with MEncoder
  3. An Introduction to C++ on Linux with Hello World
  4. Installing Windows Games in Linux – Part 1
  5. Installing Windows Games in Linux – Part 2
  6. An introduction to C++ strings and const on Linux
  7. Intro to remote command line (linux)
  8. Intro to remote command line part 2
  9. Make a MiniCD
  10. Do a mini-install of Ubuntu.
  11. MD5 GUI widget for Linux – get Hash with right click
  12. Setup of a torrent on a home box behind a nat router.
  13. Create a Hackergotchi with the Gimp
  14. openThinClient tutorials
  15. Alias Commands
  16. DVD Menus With DVDStyler
  17. Cinelerra Video Editing
  18. Cinelerra basic video editing
  19. Cinelerra Video Effects
  20. Cinelerra video effect pt2
  21. Using Nautilus as Adminitrator
  22. Tunar as administrator
  23. XFCE Desktop Shortcuts
  24. Intro To PDFMod part-1
  25. PDF Mod Intro-2
  26. PDFMod Drag n Drop
  27. Stop Default Keyring pt1
  28. Stop Default Keyring pt2
  29. Intro to remote command line (linux)
  30. Intro to remote command line part 2
  31. Installing PCLinuxOS
  32. Re-install, with a specific purpose for system, use PCLinuxOS to build Linux From Scratch
  33. An Introduction to Screencasting in Linux
  34. Encoding Screencasts in Linux with MEncoder
  35. TaskPaper
  36. Alexandria
  37. Pidgin
  38. Notecase
  39. Notecase Encryting a File
  40. ogg to mp4 conversion using VLC
  41. Raggle
  42. Web apps I constantly recur to.
  43. Gnome Deskbar
  44. Project Euler
  45. graphic: tranparent background with GIMP (English)
  46. Text around a circle
  47. Quick Gel Button
  48. The Bevel Tool
  49. Pool-Balls
  50. Showmedo: How to publish your email address in a spam-proof way (English)
  51. Introduction to Scribus
  52. Inserting Text
  53. Inserting an Image
  54. Text Around Image Pt1
  55. Text Around Image Pt2
  56. layers In Scribus
  57. Levels Within Scribus
  58. Styles
  59. Drop Cap Style
  60. Scribus PDF Forms
  61. Scribus Attaching Text To a path
  62. Scribus Using Scalable Vector Graphics
  63. Scribus multiple columns and svg images
  64. Scribus Coloured Text Boxes
  65. Scribus Converting Shapes
  66. Scibus Tables
  67. Scribus Templates
  68. Text Over Images
  69. Text Around Image pt3
  70. Text Around Image pt4
  71. Links in a Scribus Document
  72. Generating a Table of Contents
  73. Scribus Text Effects
  74. Scribus Calendar Wizard
  75. cribus Working With OpenOffice Documents
  76. ips On Importing Writer Documents
  77. inking Text Boxes
  78. Manipulating Shapes
  79. Drop Caps Re-Visited
  80. Scribus Gradient Text Effect
  81. Text To Outlines
  82. Scribus-ScrapBook
  83. Outlines and Scrapbook a Practical Example
  84. Scribus Templates
  85. Scribus-Blender-Overview
  86. Scribus-Blender-Intro
  87. Scribus-Blender-Interface
  88. SCribus-Managing-3D-Objects
  89. Scribus-Blender-Mesh-Modelling
  90. Scribus-Blender-Button-Window
  91. Background to transparency
  92. 7-zip compress files
  93. 7-zip file extraction
  94. 7-zip copy a file
  95. 7-zip look and feel
  96. 7-zip Copy and Rename To Archive
  97. 7-zip Copying Files to Your Computer
  98. 7-zip Creating an SFX File
  99. Using 7-zip in Linux
    Creating a 7zip File Using The Terminal
    Unzipping a 7zip file using the command line
    7 zip Split
    Preparing for Screencasting
    Giving Your Screencast
    Shell Basics 1
    Shell Basics 2
    Shell Basics 3
    Shell Basics 4
    Shell Basics 5
    Shell Basics 6
    Shell Basics 7
    Shell Basics 8
    Shell Basics 9
    Shell Basics 10
    Shell Basics 11
    Shell Basics 12
    Shell Basics 13
    An Overview of the First OpenMoko Phone
    Common Part
    Theoretical Episode – UNIX and GNU
    Practical Episode – User Interface Basics
    Practical Episode – Installation using the LiveCD
    Pracitcal Episode – Package Management
    Theoratical Episode – Linux and GNU
    Installing Windows Games in Linux – Part 1
    Installing VMWare on Windows
    Running Knoppix Linux on Windows inside VMWare
    Installing Windows Games in Linux – Part 2
    Network File-sharing Tutorial
    Connecting to a Windows or Samba Printer
    Debugging Makefiles with remake
     

রবিবার, ৩০ জানুয়ারী, ২০১১

সফটওয়্যার ছাড়াই LOCK করুন যেকোন ফোল্ডার

মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম any এবং এটি রয়েছে E ড্রাইভে, তার মানে এর path E:\any ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন এবং লিখুন- ren any any.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।

এবার আরেকটি নোটপ্যাড খুলুন এবং লিখুন- ren any.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} any
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন। তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে ক্লিক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লিক করুন

পেনড্রাইভ/মেমোরি কার্ডে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে,তাহলে কি করবেন

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d


আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

শনিবার, ২৯ জানুয়ারী, ২০১১

ব্যবহার করুন বাংলা টুলবার

বাংলা টুলবার
সুন্দর এবং প্রয়োজনীয় একটি Toolbar হলো-Bangla Toolbar.এটি TRUSTe কর্তৃক Certificated, McAfee SECURE কর্তৃক Verified.
ডাউনলোড করার পূর্বে Requirements দেখে নিন:
১.System Requirements:
Windows 7/ Vista/ XP

২.ব্রাউজার Requirements:
Mozilla Firefox, Safari, Internet Explorer
********লিংকস******
এটি Add on হিসাবে যুক্ত হবে। প্রথমে উপরিউক্ত যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।এরপর নিচের লিংকটিতে ক্লিক করুন।
http://banglatoolbar.com/
Free Download এ ক্লিক করুন ,ব্রাউজারের Add on হিসাবে Allowকরুন। Add onহিসাবে যুক্ত হওয়ার পর ব্রাউজার Restart করুন।
অথবা
ডাউনলোড করুন
১.Mozilla Firefox এর জন্য-এখান থেকে:
Click This Link
২.Safariএর জন্য-এখান থেকে:
http://banglatoolbar.com/SF/index3857.html?sourceid=13
৩.Internet Explorerএর জন্য-এখান থেকে:
Click This Link
টুলবার ব্যবহারের নিয়মাবলিঃ
১. নিউজ ট্রিকারঃ নিউজ ট্রিকার কখনো সাদা হয়ে থাকলে টুলবার রিফ্রেশ করুন।
২. অ্যাপলিকেশনঃ আপনি যদি কোন অ্যাপলিকেশন না চান তাহলে খুব সহজে তা সরিয়ে রাখতে পারবেন।

***অ্যাপলিকেশন সরিয়ে রাখতে নিচের নির্দেশনা গুলি ব্যবহার করুন:
১. প্রথমে বাংলা টুলবারে কিল্ক করুন।
২. এরপর টুলবার অপশনে কিল্ক করুন।
৩. এই বার Predefined Components এ কিল্ক করুন।
৪. এইখান থেকে আপনার পছন্দ মত অ্যাপলিকেশনের টিকগুলা রেখে বাকিগুলার টিক উঠায় দিয়ে ok তে কিল্ক করুন।

***অফিস সর্টকাটঃ আপনি খুব সহজে মাইক্রসোফট অফিসের বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপলিকেশন খুব টুলবারে যোগ করতে পারেন।
যেভাবে করবেনঃ-
১. টুলবার অপশনে Usefull component এ কিল্ক করুন।
২. এইখান থেকে আপনার পছন্দমত অ্যাপলিকেশন যোগ করে নিন টুলবারে।

সার্পোট সিস্টেমঃ টুলবারের যেকোন ধরনের সার্পোট অপশনও রয়েছে।

আপনার মোবাইলফোনে বাংলা লিখুন

মোবাইলের মাধ্যমে কিভাবে বাংলা লেখা ও ফেসবুক,সমু,টেকটিউন সহ অন্যান্য বাংলা ব্লগে পোষ্ট করা যায় এই ব্যপারে এখন বলার চেষ্টা করবো। (Nokia)র ফোনগুলোর হাতে গোনা কয়টি মোবাইল ব্যাতীতো অন্যান্য মোবাইলে বাংলা লেখা যায়না। আর আমাদের Symbian ফোনগুলোর কোনটিতেই বাংলা কোন সাপর্ট নেই। তবে ‘Indisms’নামক সফ্টওয়ার টি ব্যবহার করে Java/Symbian মোবাইলে বাংলা লেখা সম্ভব।

1st step:
আপনার কম্পিউটারে এখান থেকে ‘Indisms’ এপ্লিকেশন ডাউনলোড দিন।
আর আপনি যদি মোবাইল থেকে ভিজিট করে থাকেন তাহলে http://www.indisms.in' target='_blank' >এখান থেকে ডাউনলোড করুন।

আপনার মোবাইলে ইনিষ্টল দিন এবং‘Indisms’ রান করুন।

Select Language নামক এমন একটি পেজ আসবে। এখান থেকে (বাংলা-Bengli) নির্বাচন করে দিন।

এখন New Messege বা বার্তা নির্মানে যেয়ে Phoneticকী-বোর্ড ব্যবহার করে অতী সহজেই বাংলা লিখুন! প্রথম প্রথম বাংলা লিখতে সমস্যা হলে আপনি Language Keypad দিয়ে অন স্ক্রিন কীবোর্ডের মতও বাংলা লিখতে পারেন।এভাবে বাংলা লিখতে সুবিধা হবে যাদের মোবাইলে QWERTY কীবোর্ড আছে। অর্থাৎ : E-series mobile phone (E60, E61, E70, ...)

তবে আমার মতো N-series(N70,N71, N72…….)মোবাইল ব্যবহার করেন তাদেরও হতাস হওয়ার কিছু নেই। অল্প কিছুদিন ট্রাই করলেই স্পীডে বাংলা লেখা সম্ভব।

আর Phonetic বাংলা লেখার সুবিধার্থে Phoneticকীম্যাপটিতে একবার চোখবুলাতে পারেন।

তবে (ঁ)চন্দ্রবিন্দু (ৃ) সহ আরো কিছু যুক্ত করতে চাইলে অপশনে যেয়ে Language Keypad এ যান। সেখান থেকে # চেপে ডানে বামে নিয়ে দেখুন। ইনসাল্লাহ সব পেয়ে যাবেন। তাছাড়াও মেনুয়্যাল সাহায্যের জন্য হেল্প বাটনটিতো রয়েছেই।

2nd step:
আপনার টাইপ করা বাংলা লেখা “Save to Drafts” করুন। এইবার আপনার ম্যাসেজ অপশনে যান এবং Drafts এর মাঝে আপনার লিখিত বাংলা text টি পাবেন, এটিকে কপি করে Operaতে আপনার কাংঙ্খীত Site এ গিয়ে পোষ্ট করুন। ব্যাস বাংলা লেখাটি পোষ্ট হয়ে যাবে।

ব্যপার টি অনেক ঝামেলার মনে হলেও,দু-একবার পোষ্ট করলে এডজাষ্ট হয়ে যায়।

কষ্টের কথা হলো এটি একটি Indian কম্পানী Sun Microsystems Inc. এর তৈরীকৃত। যে কারন আমাদের ভারতীয় বাংলা বা হিন্দী শব্দ উচ্চারনের ন্যায় এমন ফরমেটেই লিখতে হবে। যেইটা আমাদরে বাঙালী জাতির জন্য হয়তো দুঃখ যনক। আমরা আশা করি, অতি সীগ্রহই আমাদের দেশী অ্যাপ্লিকেশন ডেভেলপাররা মোবাইলের জন্য বাংলা লেখার অ্যাপ্লিকেশন তৈরির দিকে দৃষ্টিপাত করবেন। যেমন করে “Avro” “Bijoy Bayanno” মতো PC ও Netএ বাংলা লেখার সুন্দর সফ্টওয়ার পেয়েছি। তমেনি করে মোবাইলের জন্যও একটি অ্যাপ্লিকেশন দাবি করতেই পারি।।।

এই ওয়েবসাইটে গিয়ে বাংলা লিখুন "www.banglatyping.22web.net" ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৪ লেখক বলেছেন: তাহলে তো আগে এইগুলো মুখস্ত করতে হবে,

অ=o, আ=a, ই=i, ঈ=ii,
উ=u, ঊ=uu, ঋ=rri,
এ=e, ঐ=oi, ও=O/oo, ঔ=ou
ক=k, খ=kh, গ=g, ঘ=gh, ঙ=Ng
চ=c/ch, ছ=C/chh, জ=j, ঝ=jh, ঞ=Y
ট=T, ঠ=Th, ড=D, ঢ=Dh, ণ=N
ত=t, থ=th, দ=d, ধ=dh, ন=n,
প=p, ফ=f/ph, ব=b, ভ=v/bh, ম=m,
য=z, র=r, ল=l,
শ=sh, ষ=Sh, স=s, হ=h,
ড়=R, ঢ়=Rh, য়=y,
ং=ng, ঃ=:, ঁ=.n,
০~৯=0~9, ৳=$, ।(daRi)=., .=..
Be careful with case sensitive characters!!
"ami sotyo pothe cholote chai."="আমি সত্য পথে চলতে চাই।"
use # for non joiner word.
bo#i=বই
pa.nch=পাঁচ, akShep=আক্ষেপ
Remember, ক+ষ=ক্ষ
prrithibii=পৃথিবী

সফটওয়্যার দিয়ে জানুন আপনার কম্পিউটার কত বিদ্যুৎ খরচ করেছে !!!

বর্তমান জীবনযাত্রায় কম্পিউটার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আছেন দিনের বেশিভাগ সময় তাঁর ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারে সময় কাটান।



আমি আজ আপনাদের কে জানাবো কম্পিউটার এ কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন, তা জানা সম্ভব। এ জন্য প্রথমে কম্পিউটারের মনিটর, সিপিইউ, গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য অংশ মোট কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে, এটি হিসাব করতে হবে। এবং এরপর প্রতি ইউনিট বা প্রতি কিলোওয়াট বিদ্যুতের মূল্য দিয়ে গুন করলেই ফলাফল পাওয়া যাবে। হিসাবটি খুব সোজা তবে কম্পিউটার চালু থাকার সময় কোন অংশ কী পরিমাণ ব্যবহৃত হচ্ছে সেটি ও আপনি জানতে পারবেন। এই কাজটি কোনো রকম ঝামেলা ছাড়াই সহজে করা যাবে “Joulemerer”নামের সফটওয়্যারটি ব্যবহার করে। মাইক্রোসফট করপোরেশনের রিসার্চ ল্যাবে তৈরি করা এই সফটওয়্যারটি মনিটরের উজ্জ্বলতা, ব্যবহূত মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর ভিত্তি করে কম্পিউটারের ব্যবহূত মোট বিদ্যুতের পরিমাণ জানিয়ে দিবে।

মাত্র 0.88 MB এর এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন ।

তবে এই সফটওয়্যারটি ইনস্টল করার আগে Microsoft Net Framework 4 এখান থেকে ডাউনলোড করে নিন ।

তারপর দুই টি সফট ইনস্টল করুন , এ তো কাজ শেষ এবার আপনি মাস শেষে জানতে পারবেন আপনার কম্পিউটারের পিছনে কত টাকার বিদ্যুৎ খরচ হয়েছে ।


প্রতি ইউনিট বিদ্যুৎ বিল জানতে ডেসকোর ওয়েবসাইট -এ ঘুরে আসতে পারেন । এ ছাড়া প্রতি মাসের বিদ্যুৎ বিলেও প্রতি ইউনিটের মূল্য লেখা থাকে।

জুল মিটারের ফলাফল থেকে মোট ব্যবহূত বিদ্যুতের সঙ্গে প্রতি ইউনিটের বিল গুন করলেই মোট বিলের পরিমাণ জানা যাবে।

ধন্যবাদ সবাইকে।

মুভি ডাউনলোডনামা

পর্ব ১
২০০৭ সালের দিকে মুভি ডাউনলোড শুরু। শুরুটা টরেন্ট দিয়ে। ৭০০মেগাবাইটের *.avi ফাইলগুলোর কোয়ালিটি দেখে মুগ্ধ হয়েছিলাম।

কৃতজ্ঞতাঃ পাইরেটবে , মিনিনোভা (রিপার aXXo, FXG, Klaxxo, FXM)

সমস্যাঃ মূল সমস্যা স্পিড নিয়ে, পুরানো মুভিগুলার সিডার কম তাই ডাউনলোড স্পিডও কম। আবার কিছু কিছু মুভির (যেমন ইরানী/কোরিয়ান মুভিগুলার) সিডারই নেই! :(( টরেন্টের আরও একটা সমস্যা ৭০০মেগার ফাইল নামাতে দিলে দেখি ৫০মেগার মত আবার "আপলোড" করতে হয়। এই আপলোডিং ক্যাপ করে ১কেবি তে নামায় রাখলে দেখি ফুল স্পিড পায়না। এমনিতেই স্পিডের দরিদ্র অবস্থা, তার উপ্রে এত কেচাল কার ভাল লাগে? X(


পর্ব ২
টরেন্ট সিডিং-লিচিং ছেড়ে ডাইরেক্ট একশনে নামলাম। আইডিএম দিয়ে ধুমায় ফুল স্পিডে ডাউনলোড। ফাটাফাটি কোয়ালিটিতে রিপ করা ছোট সাইজের মুভি নামিয়েছি তখন।

কৃতজ্ঞতাঃ
মিডিয়াফায়ার আনলিমিটেড (x264 rips সেকশনে পুরানো অনেক মুভি পাবেন)
মিডিয়াফায়ার মুভিজ (তখন ছিল mediafiremoviez.co.cc)

সমস্যাঃ মিডিয়াফায়ার মুভিজ সাইটের মুভিগুলার প্রিন্ট কোয়ালিটি ভাল, কিন্তু বেশিরভাগ মুভির সাউন্ড কোয়ালিটির অবস্থা যাচ্ছেতাই /:) । দোষটা মুভির মূল সোর্সের না, আনাড়ি রিপার। তার উপ্রে আবার মিডিয়াফায়ার রিজিউম নিয়ে ক্যাতা শুরু করল। লিংক রিপ্লেসিং এর খ্যাতা পুড়ি! X((


পর্ব ৩
ঝামেলাহীন রিজিউম সুবিধা আর কোয়ালিটি রিপের জন্যে ব্যবহার শুরু হল স্টেজভূ আর টাইনিএমকেভি । এরকম চমৎকার দুইটা স্ট্যাবল সাইট পেয়ে আমি ব্যাপক খুশি!

সমস্যাঃ বেশ কিছু পুরানো ইংরেজি মুভি আর হলিউডের বাইরের মুভি খুঁজে পাইনা। নতুন মুভিগুলা আসতেও দেরী হয় :((



শেষ পর্ব

মুভি ফোরামগুলায় গুতাগুতি শুরু! প্রেমে পড়ে গেলাম warez-bb ফোরামের । ৪০০-৫০০ মেগাবাইট সাইজে ব্লুরে, এইচডি অসাধারণ কোয়ালিটির রিপ! ফোরামের মুভি সেকশনটি আমার দেখা সবচাইতে সমৃদ্ধ কালেকশন। হলিউডের ১৯৩০ সালের মুভি থেকে শুরু করে হালের দুইদিন আগে রিলিজ পাওয়া মুভি, সব পাওয়া যায়। হলিউড, বলিউড, কোরিয়ান, রাশিয়ান, ফ্রেঞ্চ, ইরানি যাই হোক; মুভির নাম লিখে সার্চ দিলেই লিঙ্ক পেয়ে যাই। বোনাস হিসেবে প্রায় মুভি ফাইলের সাথেই সাবটাইটেল এমবেডেড পাই :D , আর কি চাই?! শুধু লিচিং আর ডাউনলোডিং! আহা...মধু মধু :D:D

কৃতজ্ঞতাঃ রিপার ultrascorp সহ এই ফোরামের সব মুভি আপলোডারকে যারা মুভি ডাউনলোডের অন্য সাইটগুলায় যাওয়া ছেড়ে দিতে বাধ্য করেছে

শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০১১

উইন্ডোসের অপ্রয়োজনীয় ফাইল মুছুন সহজেই


নানা কারণে কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। আমরা সাধারণত রান কমান্ড থেকে এসব ফাইল মুছে থাকি। সিস্টেম পিউরিফিকেশন টুল নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এক ক্লিকেই সকল অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন। মাত্র ৭৪ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি পোর্টেবল (বহনযোগ্য) বলে ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি http://mediafire.com/?74zpgcbpmj4w4it ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করুন। এখন সফটওয়্যারটি ওপেন করে next দিয়ে check all বক্সে টিকচিহ্ন দিন। এরপর Clean বাটনে ক্লিক করলেই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে এবং কত পরিমাণ অপ্রয়োজনীয় ফাইল মোছা হয়েছে, তার তালিকা দেখা যাবে।

উইন্ডোজ এক্সপিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় Control panel-এর Add or Remove Programs থেকে কোনো সফ্টওয়্যার Uninstall করার সময় বা ভুলবশত সি ড্রাইভ থেকে যদি অপারেটিং সিস্টেমের দরকারি কোনো ফাইল ডিলিট হয়ে যায়, তাহলে কম্পিউটার ঠিকভাবে কাজ করে না বা অপারেটিং সিস্টেমের ফাইল মিসিং দেখায় এবং অনেক সমস্যার সৃষ্টি হয়। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কম্পিউটারকে কিছুদিন আগের অবস্থায় নিয়ে যান। অর্থাৎ আনুমানিক যে তারিখে আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখে নিয়ে যান।
আর এটি করতে হলে প্রথমে C:\WINDOWS\System32\ Restore-এ গিয়ে rstrui.exe-তে ডবল ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটাতে Restore my computer to an earlier time নির্বাচন করে Next-এ ক্লিক করুন। দেখবেন একটি কেলেন্ডার এসেছে। এখন যে তারিখে আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখ নির্বাচন করে (শুধু বোল্ড তারিখগুলো নির্বাচন করতে পারবেন) Next-এ ক্লিক করুন। নতুন উইন্ডো আসলে আবার Next-এ ক্লিক করুন। দেখবেন, কম্পিউটার অটো রিস্টার্ট নিয়ে কাজ শেষ করার পর সফলতার বার্তা এসেছে। এখন দেখবেন, আপনার কম্পিউটারের সমস্যা ঠিক হয়ে গেছে। আর যদি তাতে ঠিক না হয়, তাহলে আবার পুনরায় অন্য কোনো তারিখ নির্বাচন করেও Restore করতে পারেন। এখন করা Restoreটি আবার আপনি Undo-ও করতে পারবেন।

ভাইরাস কে বিদায় জানান মাত্র ১ কিলোবাইট এর ফাইল দিয়ে !!



ভাইরাস কে বিদায় জানান মাত্র ১ কিলোবাইট এর ফাইল দিয়ে !!

ভাইরাস কে বিদায় জানান মাত্র ১ কিলোবাইট এর ফাইল দিয়ে !!

প্রথমে আপনি notepad ওপেন করুন এবং নিচের লিখা কপি +পেষ্ট করুন । এবং এটি save করুন SR.BAT নামে ।

=====================================================
==========cd c:
==========cd
==========del c:\"autorun.inf"/ah/s/q/f
==========del c:\"autorun.ini"/ah/s/q/f
==========del c:\"desktop.ini"/ah/s/q/f
==========del c:\"new folder.exe"/ah/s/q/f

==========del d:\"autorun.inf"/ah/s/q/f
==========del d:\"desktop.ini"/ah/s/q/f
==========del d:\"autorun.inf"/ah/s/q/f
==========del d:\"new folder.exe"/ah/s/q/f

==========del e:\"autorun.inf"/ah/s/q/f
==========del e:\"desktop.ini"/ah/s/q/f
==========del e:\"autorun.inf"/ah/s/q/f
==========del e:\"new folder.exe"/ah/s/q/f


==========del f:\"autorun.inf"/ah/s/q/f
==========del f:\"desktop.ini"/ah/s/q/f
==========del f:\"autorun.inf"/ah/s/q/f
==========del f:\"new folder.exe"/ah/s/q/f

==========del g:\"autorun.inf"/ah/s/q/f
==========del g:\"desktop.ini"/ah/s/q/f
==========del g:\"autorun.inf"/ah/s/q/f
==========del g:\"new folder.exe"/ah/s/q/f


==========Explorer c:
msg us;ername% "Thumbs Remover - by HatemTai.com"
=============================================


এবার ফাইল টি কে ডাবল করুন ।ব্যাস আপনার এবং ভাইরাসের মধ্যে মারামারি শুরু হয়ে গেল । ফলাফলের জন্য wait করুন ।
ফলাফল ঃ আপনি জয়ী । সব ভাইরাস মরে শেষ।কেমন লাগলো?
আরো ভাইরাস মারতে চান?? তবে নিচের নিয়ম অনুসরন করুন ঃ
মনে করুন, abc.exe নামের ভাইরাস টা আপনাকে pc তে রয়ে গেছে । একে delete করা দরকার । এবং এটি আছে D drive এ। তখন SR.bat ফাইল টি এডিট এ ক্লিক করে ওপেন করে D ড্রাইভ এর লিস্ট এ যান এবং abc.exe ভাইরাস কে লিস্টিং করুন যেমন:

=====================================================
==========cd c:
==========cd
==========del c:\"autorun.inf"/ah/s/q/f
==========del c:\"autorun.ini"/ah/s/q/f
==========del c:\"desktop.ini"/ah/s/q/f
==========del c:\"new folder.exe"/ah/s/q/f

==========del d:\"autorun.inf"/ah/s/q/f
==========del d:\"desktop.ini"/ah/s/q/f
==========del d:\"autorun.inf"/ah/s/q/f
==========del d:\"new folder.exe"/ah/s/q/f

==========del e:\"autorun.inf"/ah/s/q/f
==========del e:\"desktop.ini"/ah/s/q/f
==========del e:\"autorun.inf"/ah/s/q/f
==========del e:\"new folder.exe"/ah/s/q/f


==========del f:\"autorun.inf"/ah/s/q/f
==========del f:\"desktop.ini"/ah/s/q/f
==========del f:\"autorun.inf"/ah/s/q/f
==========del f:\"new folder.exe"/ah/s/q/f

==========del g:\"autorun.inf"/ah/s/q/f
==========del g:\"desktop.ini"/ah/s/q/f
==========del g:\"autorun.inf"/ah/s/q/f
==========del g:\"new folder.exe"/ah/s/q/f

==========del d:\"autorun.inf"/ah/s/q/f
==========del d:\"desktop.ini"/ah/s/q/f
==========del d:\"autorun.inf"/ah/s/q/f
==========del d:\"new folder.exe"/ah/s/q/f
==========del d:\"abc.exe"/ah/s/q/f
==========Explorer c:
msg us;ername% "Thumbs Remover - by HatemTai.com"
=============================================


এরপর সেভ করুন SR.bat নামে । এরপর ডাবল ক্লিক অরুন ফাইল টি ,তাহলে abc.exe ফাইল টি ও delete হয়ে যাবে ।এরপর PC restart দিন।আপনার PC থাকবে সুরক্ষিত ।

ডাউনলোড লিঙ্ক : এখান থেকে Click This Link VIRUS KILLER নামক ফাইল টি ডাউনলোড করে নিন

আপনার উইন্ডোজ এক্সপি’তে ব্যাবহার করুন ভিসতা/সেভেনের মত সাইডবার


এখনোও ইউন্ডোজ ব্যাবহারকীরদের মাঝে উইন্ডোজ এক্সপি ব্যাবহারকারীরা ভিসতা / সেভেন ব্যাবহারকারীদের থেকে এগিয়ে। কিন্তু এক্সপি ব্যাবহারকীরা অবশ্যয় মিস করেন ভিসতা সেভেনের নানা সুবিধাগুলো এদের মাঝে অন্যতম হলো সাইডবার। আপনার এক্সপি’তে সাইডবার নেই সমস্যা নেই এখন চাইলে আপনি ভিসতা সেভেনের মত এক্সপিতে সাইডবার ব্যাবহার করতে পারবেন। তার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ছোট একটি সফটওয়্যার আর এটি একটি ফ্রি টুলস্।

Windows Sidebar Real one Pack 

প্রথমে টুলস্’টি ডাউনলোড করে আপনার উইন্ডোজ এক্সপি’তে ইন্সটল করে নিন। এটি সাইজে ১৪ মেগাবাইট। ইন্সটল করার পর আপনার এক্সপি’তে ভিসতা বা সেভেনের মত সাইডবার যুক্ত হবে। আপনি চাইলে ইচ্ছেমত সাইডবার যুক্ত করতে পারবেন। আরো জানতে এখানে ভিজিট করতে পারেন।

বুধবার, ২৬ জানুয়ারী, ২০১১

ডাউনলোড করুন ডেস্কটপ/ ওয়েবক্যাম ভিডিও রেকর্ডার Screen Shot নেয়ার সফটওয়্যার । মাত্র ১ মেগাবাইট

প্রথমে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে  নিন । DOWNLOAD LINK
এবার extract করে ভিতরে ২ টা ফাইল পাবেন debutsetup আর debut converter এখান থেকে ebutsetup ফাইল টা সেটআপ দিন  এবার স্ক্রীন শট দেখে আপনার ইচ্ছামত সব কিছু ঠিক করে নিন । আর debut converter দারা আপনি ফাইল বিভিন্ন Format এ convert করতে পারবেন।
Untitled 1 ডাউনলোড করুন ডেস্কটপ/ ওয়েবক্যাম ভিডিও রেকর্ডার Screen Shot নেয়ার সফটওয়্যার । মাত্র ১ মেগাবাইট  | Techtunes
আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রীন শট টি তে ১/২/৩/ এভাবে তীর চিনহ দারা বিভিন্ন জায়গা চিনহিত করেছি এবার আমি চিনহিত জায়গা গুলু সম্পর্কে বিস্তারিত বলব
১ নং চিনহিত জায়গায় ক্লিক করলে আপনার ওয়েবক্যাম এর ভিডিও দেখাবে ।
২  নং এ ক্লিক করলে আপনার স্ক্রীন দেখাবে
৩  নং এ ক্লিক করলে আপনি আপনার সময় সেট করতে পারবেন যে সময় অনুজায়ি রেকর্ড হবে
৪  নং এ ক্লিক করলে আপনার রেকর্ড করা ভিডিও ফাইল দেখতে পারবেন
৫  নং এ ক্লিক করে আপনি স্ক্রীন এর নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দিতে পারবেন রেকর্ড এর জন্য
৬  নং এ ক্লিক করে আপনি আপনার ভিডিও টি কি format এ করতে চান তা সিলেক্ট করতে পারবেন
৭  নং এ ক্লিক করে আপনি আপনার ভিডিওর Bitrate নির্ধারণ করে দিতে পারবেন
৮  নং এ ক্লিক করে ভিডিও output এডিট করতে পারবেন এখান থেকে স্ক্রীন সাইজ নির্ধারণ করা জায় অর্থাৎ আপনার ভিডিও কত pixel হবে তা ঠিক করে দিতে   পারবেন defaut ভাবে স্ক্রীন ৬৪০/৪৮০ pixel দেয়া থাকে
৯  নং এ ক্লিক করে আপনি স্ক্রীন শট নিতে পারবেন
আর ভিডিও রেকর্ড করার জন্য  ৬ নং তীর এর একেবারে নিচে লাল রেকর্ড বোতামে ক্লিক করুন ।
আশা করি সফট টা আপনাদের ভাল লাগবে। আর কোন প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন ।
আপনার কম্পিউটার এ মাইক্রোফোন লাগানু থাকলে সাউন্ড সহ রেকর্ড হবে

মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০১১

ছবির চারপাশ রাউন্ড করুন ফটোশপে বা অনলাইনে

ফটোশপেঃ

  • প্রথমে ফটোশপে ছবি টি অপেন করুন।


  • কিবোর্ড থেকে M চেপে প্রয়োজন মত সিলেক্ট করুন।


  • Select > Modify > Smooth গিয়ে ১০ বা ৭ বা ৫ যেটায় ভাল আসে সেটা দিন।


  • এবার Select > Inverse তে ক্লিক করুন।


  • Edit > Cut।  thumbs up

  • http://www.rongmohol.com/img/avatars/1327.pngনা বুঝতে পারলে ভিডিও টিউটোরিয়ালটি ফলো করতে পারেন।
    আরো একটি পদ্ধতিতে করতে পারেন কাজটি।
    এবার করুন অনলাইনে
  • প্রথমে রাউন্ডপিক এ প্রবেশ করুন।


  • আপনার ছবিটি দেখিয়ে দিন বা ওয়েবে থাকলে সেটার লিংক দিন।


  • এবং রাইন্ট ইট এ ক্লিক করুন।


  • কোন সেটিং চেন্স করার দরকার নেই। ব্যাস হয়ে গেছে। ডাউনলোড করে নিতে পারেন।

  • ওয়েবে করলাম নিচের ছবিটি
    http://img141.imageshack.us/img141/5220/goodconversationemperor.jpg
    আগে।
    http://img37.imageshack.us/img37/6740/1295931058.png
    পরে।

    ১৫ মিলিয়ন গান এবং ১১০০০+ রেডিও স্টেশন শুনুন কোন রকম লোডিং টাইম ছাড়াই!!

    কি চমকে উঠলেন নাকি? ভাবছেন এটা আবার সম্ভব নাকি! আমাদের দেশের যেই নেট স্পিড তা দিয়ে বাফারিং ছাড়া গান শোনা সম্ভব নাকি? আরে ভাই তাহলে আর বলছি কি। হ্যা ১৫ মিলিয়ন গান এবং ১১০০০+ রেডিও স্টেশন শোনা যাবে কোন রকম লোডিং টাইম ছাড়াই!!
    ভাবছেন এটা শুধু ইংলিশ গানের জন্য? না! শুধু ইংলিশ গান নয় বাংলা,হিন্দি সহ সারা বিশ্বের ১১০০০+ রেডিও স্টেশন থেকে আপনার গান খুজে বের করে দিবে।আর এই অসাধারন মিউজিক প্লেয়ারের নাম হলো Nexus Radio।

    যে সব সুবিধা পাবেনঃ
        * ১৫ মিলিয়নেরও বেশি গান।
        * ৩৮টি মিউজিক ক্যাটাগরিতে গান।
        * গান রেকর্ডের সুবিধা।
        * মিউজিক এডিটর।
        * ফাইল সাপোর্টঃAAC, MP4, MP3, MP2, MP1, OGG, WAV & WMA।
        * HD অডিও।
        * ভিজুয়্যাল ইফেক্ট।
    আর সব চেয়ে বড় সুসংবাদ হলো এসব কিছুই সম্পুর্ন ফ্রী!!!!!!!!!!!
    আরও বিস্তারিত এখানে
    যে সব অপারেটিং সিস্টেম সাপোর্ট করেঃ
    Windows® 7/Vista/XP/2000/2003
    যেভাবে গান সার্চ করবেনঃ
    http://img253.imageshack.us/img253/7977/11202010125448pm.png
    চিত্রের দেখানো স্থানে ক্লিক করে সার্চ বক্সে গানের কথা লিখুন।
    http://www.nexusradio.com/images/screenshot1.gif
    তারপর গানের লিস্ট আসবে। সেখান থেকে আপনার পছন্দ মতো একটাতে ডাবল ক্লিক করলে গান শুরু হবে।
    http://www.nexusradio.com/images/screenshot5.gif
    আর এসব কিছুই করতে হবে নেট কানেক্ট থাকা অবস্থায়।
    ডাউনলোড লিঙ্কঃ
    এটি মাত্র ১০ মেগাবাইট।
    Nexus Radio v5.2
    এটা সম্পুর্ন ফ্রী।তাই সিরিয়াল কী এর কোন ঝামেলা নেই।

    সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

    ফ্রীতে নিন OCR plugin (Optical Character Recognition)- Foxit Phantom suit এর জন্য।(ডাইরেক্ট লিঙ্ক)

    আজকের টপিক OCR এড-অন।আমরা অনেক সময় নেট থেকে অনেক দরকারি pdf ebook ডাউনলোড করি যেগুলোতে text কপি করা যায় না, অথচ কপি করা প্রয়োজন – এই অবস্থায় কি করা যায়? সাধারনত image
    দিয়ে তৈরি বা low quality pdf গুলতে এই সমস্যা দেখা যায়। তবে Foxit Phantom suite থাকলে চিন্তা
    নেই, এর একটি ফ্রী অ্যাড অন আছে, নাম Foxit Phantom OCR Add-on। এর সাহায্যে আপনি যে কোন লাতিন হরফ
    সম্বলিত কপি করা যায় না এমন pdf কে কপি করার উপযোগী document এ convert করতে পারবেন, । বলা বাহুল্য, কনভার্ট করার পর প্রাপ্ত
    document টি হুবহু মূল document এর মতই হবে, শুধু copy করার ability টা বাড়তি হিসেবে যোগ হবে।
    সময়ের অভাবে screenshot দিতে পারলামনা বলে দুঃখিত।
    download:
    OCR Add-onটির সাইজ ২৬ মে,বা। আমি আপনাদের জন্য ডাইরেক্ট লিঙ্ক দিলাম,
    ডাউনলোডকরুনঃ
    http://cdn01.foxitsoftware.com/pub/foxit/addonservice/ocr/OCR_1.0.0.0801.fzip
    Installing:
    এবার Add-on টি install করার পালা। এজন্যঃ
    ১।প্রথমেই Foxit Phantom কে run করান।
    ২। ক্লিক করুন Help>install updates
    ৩।এবার আপনার ডাউনলোড করা .fzip format এর ফাইলটি দেখিয়ে দিন। ব্যাস, হয়ে গেল install.
    Installতো করলেন, এবার pdf কনভার্ট করার পালা।এজন্যঃ
    ১। প্রথমেই যে pdf কনভার্ট করবেন তা Foxit Phantom দিয়ে ওপেন করুন।
    ২।ক্লিক করুন Tools>OCR
    ৩।এবার যে যে page কনভার্ট করবেন, তা define করে দিন। যদি পুরোটাই  করতে চান, তাহলে select করুন
    ‘All Pages’, কিছুক্ষণ অপেক্ষা করুন- সবুরের ফল মিঠা হয়, দেখবেন আপনার document টি কনভার্ট হয়ে গেছে।
    >>> আমি আপনাদের মাঝে নতুন,এটা আমার ২য় টিউন মাত্র, তাই ভুল-ভ্রান্তি থাকা স্বাভাবিক, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

    গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন!

    এই টিউনটি পড়ার পর আপনার মোবাইল কোন এলাকায় আছে তা ট্রাক করে ফেলতে পারবেন পুরো বিনামূল্যে! এমনকি আপনার পরিবারের সবাই কে কোথায় আছে তাও জানতে পারবেন!
    গুগলমাপের মাধ্যমে সর্বোচ্চ ১.২ কিলোমিটার রেডিয়াস অ্যাকুরেসিতে আপনার লোকেশন কম্পিউটারে দেখতে পারবেন পৃথিবীর যেকোনো স্থান থেকে। বাসায় বসেই নজর রাখতে পারবেন আপনার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে/কোথায় আছে।
    সবচেয়ে বড় ব্যাপার সার্ভিসটি পাবেন পুরো বিনামূল্যে!
    এবার আসুন প্রসেসটা দেথি-
    ১. গ্রামীণফোনের আলো আসবেই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করুন।
    Untitled 2 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
    ২. আপনার ইমেইল অ্যাডড্রেসে পাসওয়ার্ড চলে যাবে। মেইলে লগ ইন করুন। ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন। অ্যাকাইন্ট অ্যাকটিভেট হবে। তারপর উইন্ডোটি ক্লোজ করে দিন।
    Untitled 3 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
    ৩. ইমেইল থেকে আবার ছবিতে দেখানো নিচের লিংকটিতে ক্লিক করুন। পাসওয়ার্ডটি টেন্জ করে দিন।
    Untitled 4 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
    Untitled 5 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
    ৪. এবার ছবিতে দেখানো Developer Test Phone এ ক্লিক করুন।

    ৫. আপনার গ্রামীনফোন মোবাইল নম্বরটি দিন। ফরম্যাটটি হবে 88017XXXXXXXX ধরণের। এরপর Save করুন।

    ৬. আপনার মোবাইলে ভেরিফিকেশনের জন্য একটি কোড চলে যাবে। কোডটি নিচে দেখানো মত জায়গায় ঢুকিয়ে Change Test Phone এ ক্লিক করুন। অ্যাকাউন্ট ভেরিফাই হবে।

    Untitled 9 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
    ৭. এবার ফাইন্ডার আলটিমেটের ওয়েব সাইটে http://gpfinder.tk/ প্রবেশ করুন।

    ৮. আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, মোবাইল নম্বর দিয়ে (যেই নম্বর দিয়ে ভেরিফিকেশন করেছেণ) Log In করুন।
    বেশ কিছুক্ষণ সময় নেবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।

    ১০. Latitude Longitude সহ আপনার নিখুঁত অবস্থান দেখা যাচ্ছে গুগল ম্যাপে!! icon smile গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
    Untitled 11 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes

    সীমাবদ্ধতাঃ আপনি যেই নম্বরে রেজিস্ট্রেশন করেছেন শুধুমাত্র সেটি ট্রাক করতে পারবেন। অন্যকারো মোবাইল ট্রাক করলে চাইলে তার নম্বর দয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

    Yahoo! তে সাইনইন করতে পারবেন আপনার Facebook ও Gmail একাউন্ট দিয়েই !!!!

    ইয়াহুতে লগিন করার সময় হঠাৎ করে নিচে দেখলাম সাইন আপের জন্য নিচে দুইটা বাটন যোগ করেছে। নিচের মতঃ image4li Yahoo! তে সাইনইন করতে পারবেন আপনার Facebook ও Gmail একাউন্ট দিয়েই !!!! | Techtunes
    একটা ফেসবুকের জন্য আরেকটা ইয়াহু-এর জন্য।
    ফেসবুকে ক্লিক করলে নিচের মত একটি উইনডো আসবেঃ
    image2rf Yahoo! তে সাইনইন করতে পারবেন আপনার Facebook ও Gmail একাউন্ট দিয়েই !!!! | Techtunes
    এবার আপনার ফেসবুকের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন-এ ক্লিক করুন। তারপর নিচের মত একটি উইনডো আসবেঃ
    image3mz Yahoo! তে সাইনইন করতে পারবেন আপনার Facebook ও Gmail একাউন্ট দিয়েই !!!! | Techtunes
    এবার দেখুন অটোমেটিক আপনার ডাটা ইয়াহুর সাইনআপ ফর্মে চলে আসবে। এবার শুধু আপনি আপনার জন্য একটা সুন্দর ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে কনটিনিউ করুন। তারপর নিচের মত একটা কনফারমেশন মেসেজ আসবে।
    image5da Yahoo! তে সাইনইন করতে পারবেন আপনার Facebook ও Gmail একাউন্ট দিয়েই !!!! | Techtunes
    ব্যস কাজ শেষ……………..। এবার আপনার দেওয়া ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে ইয়াহুতে লগিন করে ফেলুন !
    ঠিক একই ভাবে আপনার জিমেইল আইডি দিয়েও লগিন করতে পারবেন। icon smile Yahoo! তে সাইনইন করতে পারবেন আপনার Facebook ও Gmail একাউন্ট দিয়েই !!!! | Techtunes

    IDM ব্যাবহার করুন Genuine করে ।

    IDM যে আমাদের প্রিয় ডাউনলোড ম্যানেজার তা আর বলার প্রয়জন নেই ।
    কিন্তূ সমস্যা হলো এটা ফ্রী সফটওয়্যার না , আর এটা কিনে ব্যাবহার করার ক্ষমতা আমাদের অনেকেরি নেই, তাই আমরা প্যাঁচ ব্যাবহার করি আর Trojan এর শিকার হই যা আমরা অনেকেই জানি না । আর এই Trojan গুলো আমাদের ক্র্যাক করা অ্যান্টিভাইরাস ধরতে পারে না
    তাই যা হয়ার তাই হয়, PC স্লও , Net স্লও ।
    73374306 IDM ব্যাবহার করুন Genuine করে । | Techtunes
    তাই আজ দেখুন প্যাঁচ ছাড়া কিভাবে IDM কে Genuine করবেন ।
    প্রথমেই IDM যে কোন ভার্সন ইন্সটল করুন, এবার এখান থেকে Hosts নামের RAR ফাইলটি ডাউনলোড করে Extract করুন । এবার এই ফাইল টি C:/-> Windows -> System32 -> Drivers -> Etc-> পেস্ট করুন ,
    72573199 IDM ব্যাবহার করুন Genuine করে । | Techtunes
    কোন মেসেজ আসলে Yes দিন ।
    এখন আপনার IDM কে যে কোন নাম এর সাথে নিচের যেকোন সিরিয়াল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশান করুন ।
    key
    ১। OX48V-QTRIU-0LW9T-K30JT
    ২। Y0DXL-W74VL-VQ9P5-URZMO
    ৩। TDMU2-OFSPR-70RGS-AR3HI
    ৪। IREXY-08BMZ-USW8L-WJA1T এই Hosts ফাইল টি কোন প্রোগ্রাম না , কোন প্যাঁচ বা ক্র্যাক না । এটা খুবিই সাধারণ একটি স্ক্রিপ্ট ।
    যা Microsoft Corp .Net এর কোড লাইন থেকেই বানান । বিশ্বাস না হলে Hosts ফাইল টি Notpad দ্বারা ওপেন করে দেখুন ।
    অথবা এই ওয়েবসাইট থেকে স্কান করে দেখতে পারেন । যাকিনা ৩০টির ও বেশি অ্যান্টিভাইরাস দ্বারা স্কেন করে দেখাবে ।
    93531450 IDM ব্যাবহার করুন Genuine করে । | Techtunes 


    ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.০৪ + ক্রাক


    ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.০৪ + ক্রাক

    নিয়মাবলীঃ
    ১. আগের কোন IDM এর ভার্সন ইন্সটল করা থাকলে আনইন্সটল করুন। না থাকলে ২ নং এ যান।
    ২. সেটাপ ফোল্ডার থেকে সেটাপ করুন।
    ৩. সেটাপ হবার পর আইডিএম রান হবে একা একা। আইডিএম বন্ধ করুন।
    ৪. ক্রাক ফোল্ডার থেকে IDMan.exe কপি করে আপনার ইন্সটলেশন ডিরেক্টরিতে পেষ্ট করুন। ওভার রাইট করবেন কিনা জানতে চাইল ইয়েস বাটন প্রেস করুন।
    ৫. এবার ক্রাক ফোল্ডার থেকে আপনার অপারেটিং সিস্টেম এর জন্য রাখা রেজিস্ট্রি ফাইল রান করিয়ে প্রথমে ইয়েস এবং পরবর্তিতে ওকে বাটন প্রেস করুন।

    ব্যাস হয়ে গেল। এবার স্বাধীন ভাবে ব্যবহার করুন।

    যদি ফেক সিরিয়াল বা অন্য কোন প্রবলেম দেখায়, তাহলে আনইনস্টল ডারেক্টরি থেকে রেজিস্ট্রিটা রান করুন। এবং কম্পিউটার রিস্টার্ট দিয়ে পুনরায় করুন।

    উইন্ডোজ সেভেনের কিছু গোপনীয় টিপস

    গোপনীয় কিছু টিপস-
    Problem Steps Recorder (PSR):
    ধরুণ, আপনার ছোট ভাই আপনার পিসিতে বসার জন্য পাগল হয়ে গেল। কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যা ডিলিট হয়ে গেলে কিংবা কোন সমস্যা হলে আপনি নিজেই সমস্যায় পড়বেন। তাই পিসিটা ছোট ভাইয়ের হাতে হ্যান্ডেল করার আগে এই নিম্নের পদ্ধতিটি অবলম্বন করুন-
    Click on Start —> Run —> এরপর টাইপ PSR এবং এন্টার বাটনে ক্লিক ।
    000 উইন্ডোজ সেভেনের কিছু গোপনীয় টিপস জেনে রাখুন : অবশ্যই কাজে লাগবে | Techtunes
    আপনার ছোট ভাই যতটা ক্লিক করবে এই ষ্টেপস রেকর্ডার সব গুলার প্রিন্ট নিতে থাকবে। তারপর ছোটভাই উঠে গেলে রেকর্ডিং স্টপ করে সেইভ করে রাখুন। কোন সমস্যা দেখলে সেভ করা রেকর্ডিংয়ে একবার চোখ বুলালেই হবে। বুঝে যাবেন ও কি করে সমস্যাটা তৈরী করেছে। অথবা বন্ধুরা কোন সমস্যায় পড়লে তাদেরকে সাহায্য করার জন্যও এই টিপসটি অনুসরণ করতে পারেন। বলবেন- এই প্রোগ্রামটি চালু করে সেই সেই স্থানে ক্লিক করতে যেভাবে আপনার বন্ধু সমস্যায় পড়েছে।
    Snipping Tool:
    স্ক্রিনশট নেয়ার জন্য কি ব্যবহার করেন? ফায়ারশট নাকি অন্য কোন থার্ড পার্টি সফটওয়্যার? এত ঝামেলা করার দরকার কি যখন আপনার প্রিয় অপারেটিং সিষ্টেমটিই একটি অসাধারণ টুলস দিচ্ছে স্ক্রিণশট নেয়ার জন্য। ব্যবহার করেই দেখুন না।
    খুঁজে পাচ্ছেন না সফটওয়্যারটি কোথায়? ঠিক আছে, Start —> সার্চ প্রোগ্রাম এবং ফাইল বক্সে টাইপ করুন Snipping Tool । তাহলেই পেয়ে যাবেন অসাধারণ আরেকটি জিনিস।
    Calibrate your screen:
    এই টুল টি বিশেষ করে ল্যাপটর, নেটবুক ব্যবহারকারীদের জন্য বেশী গুরুত্বপূর্ণ। যারা ল্যাপটপ কিংবা নেটবুক ব্যবহার করেন অনেক সময় দেখা যায় কালার রেজ্যুলেশন ঠিক ভাবে সেট করতে পারেন না। বাটন টিপে কালার ঠিক করাটাও যেমন ঝামেলা আবার কালার ঠিক হলো কিনা তাও বুঝাটা ঝামেলা। তাই এই টুলটি ব্যবহার করুন, নিশ্চিন্তে কালার সেট করে নিন-
    তেমন কিছু না- শুধু ষ্টার্ট এ গিয়ে টাইপ করুন – DCCW এরপর এন্টার বাটনে চাপুন। ব্যাস, বাকী কাজ কি করতে হবে আপনার বুঝতে সমস্যা হবার কথা নয়।
    Extend your battery life:
    ল্যাপটপ, নেটবুক ব্যবহারকারীদের জন্য এই টুলটি। ষ্টার্ট এ গিয়ে টাইপ করুন Power Options । Power Options এ গিয়ে ক্লিক করুন- Change Plan Settings তারপর ক্লিক করুন Change Advanced Settings এরপর যে উইন্ডোটি ওপেন হবে সেখান থেকে নিজের মত করে সেট করে নিন। খুব সহজ। গেলেই বুঝবেন। আর সমস্যা হলে আমাকে মন্তব্যে জানাবেন।
    আরো ছোট্ট দুইটা টিপস দেই:-
    টিপস -০১: কোন ড্রাইভার যদি সরাসরি ক্লিকে ওপেন হতে সমস্যা হয় তাহলে আপনার কি-বোর্ড এর সিফট বাটন চেপে রেখে ড্রাইভারের উপর রাইট বাটন ক্লিক করুন। এরপর “Open in New Process” এ ক্লিক করুন। খুব সুন্দর ভাবে ওপেন হয়ে যাবে।
    টিপস- ০২: আপনি যদি গেষ্ট একাউন্টে কম্পিউটারে লগইন করা থাকেন এবং কোন প্রোগ্রাম ওপেন করতে গিয়ে দেখলেন যে এটি গেষ্ট একাউন্টের জন্য অনুমোদিত নয় তাহলে লগ-অফ এর প্রয়োজন নেই। যেই প্রোগ্রামটি ওপেন করতে চান সিফট বাটন চেপে রেখে সেই প্রোগ্রামের শর্টকার্ট আইকনে Right click করুন। তারপর – Run as different user এ ক্লিক করুন।

    শনিবার, ২২ জানুয়ারী, ২০১১

    IDM কে আপন করে নিন আরও সহজে

    IDM নিয়ে অনেক টিউন হয়েছে। তবে নতুন ভার্শনে আগের কোন প্যাচ বা কীজেন কাজ করছে না। তাই আপডেটেড প্যাচ ফাইল আজকে দিয়ে দিলাম। এটা দিয়ে ৬ এর সব ভার্শন ফুল ভার্শন করা যাবে। icon biggrin IDM কে আপন করে নিন আরও সহজে + চলুন ডেস্কটপে মজার এবং ক্রিয়েটিভ কিছু করি!  | Techtunes
    idmbox IDM কে আপন করে নিন আরও সহজে + চলুন ডেস্কটপে মজার এবং ক্রিয়েটিভ কিছু করি!  | Techtunes
    তাহলে আর দেরি কেন প্রথমে এখান থেকে নতুন ভার্শন ডাউনলোড করে নিন।
    তারপর এখান থেকে আপডেটেড প্যাচ ফাইল ডাউনলোড করে নিন। icon razz IDM কে আপন করে নিন আরও সহজে + চলুন ডেস্কটপে মজার এবং ক্রিয়েটিভ কিছু করি!  | Techtunes

    এবার বলি কিভাবে প্যাচ ফাইল দিয়ে ফুল ভার্শন করবেন।

    • প্রথমে IDM ইন্সটল করে নিন।
    • তারপর ক্লোজ করে দিন। নিচের ট্রে আইকনে যদি ওপেন থাকে তাও ক্লোজ করে দিন।
    • এবার pach ফাইল ওপেন করুন। (উইন্ডোজ 7 এ pach ফাইলে রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করে ওপেন করুন।
    • এখন চিত্রের মতো pach বাটনে ক্লিক করুন।
    121201125624pm IDM কে আপন করে নিন আরও সহজে + চলুন ডেস্কটপে মজার এবং ক্রিয়েটিভ কিছু করি!  | Techtunes
    ব্যাস এখন দেখবেন ফুল ভার্শন হয়ে গিয়েছে। icon biggrin IDM কে আপন করে নিন আরও সহজে + চলুন ডেস্কটপে মজার এবং ক্রিয়েটিভ কিছু করি!  | Techtunes
    121201125559pm IDM কে আপন করে নিন আরও সহজে + চলুন ডেস্কটপে মজার এবং ক্রিয়েটিভ কিছু করি!  | Techtunes
    এখন থেকে আপডেট করুন কোন ঝামেলা ছাড়াই।

    Internet Download Manager v6.04 (Build 3) + New Patch
    New Release: 25 January 2011



    Click This Link
    http://www.megaupload.com/?d=6ABDIDZN
    Click This Link
    http://www.fileserve.com/file/FQEGHWH
    http://www.MegaShare.com/2952404
    http://www.filesonic.com/file/6449922

     
    Twitter Bird Gadget