মঙ্গলবার, ২৪ মে, ২০১১

DVD/CD বা USB Memory ডিস্ককে Password দিন

list of cdrom drives, card reader slots and usb flash memory sticks
এবার USB Memory ডিস্ক এর পাশা পাশি আপনার রাইট করা DVD অথবা CD তে ও পাসওয়ার্ড দিতে পারবেন। আর এর জন্য  Master Voyager একটি চমৎকার সফটওয়ার।  এটি দারা কোন DVD/CD অথবা USB Memory ডিস্ককে Password দিলে অন্য কম্পিউটারে দেখার জন্য আপনাকে কোন সফটওয়ার ইনস্টল করতে হবে না। ভিতরের ডাটা দেখার জন্য শুধুমাত্র পাসওয়ার্ড দিলেই চলবে।
providing password to open encrypted partition on password protected media: DVD, CD or USB Stick
এটির মধ্যে CD/DVD burning করার সিস্টেম আছে তাই আলাদা ভাবে কোন  burning সফট ইন্সটল করতে হবে না। এট CDR/CDRW/DVD+-R/DVD+-RW disc সাপোর্ট করে।
supported operations for DVD RW disc. Erase, Burn, create password protected encryption partition
এটি দিয়ে রাইট বা প্রোটেক্ট করার পর অন্য কম্পিউটারে ডাটা গুলো দেখার সময় শুধু মাত্র পাসওয়ার্ড চাইবে। আলাদা কোন সফট এর প্রয়োজন নেই। আরেকটি মজার বেপার হচ্ছে এটি দিয়ে একটি ফোল্ডারের ভিতরের সাব ফোল্ডার গুলোতে ও পাসওয়ার্ড দেওয়া যাবে।
autoplay for password protected DVD RW disc
অনেক গুলো ফিচার সমৃদ্ধ এ সফটি প্রায় ১০ মেগা বাইট মাত্র।  তাহলে একবার ট্রাই করেই দেখুন ।
manager of secure partitions on DVD RW disc. Create new encrypted partitions, set password for encryption


ডাউনলোড এর জন্য ক্লিক করুন
ক্র্যাক ফাইল ভিতরে দেওয়া আছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget