Microsoft office powerpoint 2003 নিয়ে কাজ করব।
***প্রথমে Microsoft powerpoint open করুন।নিচের মত window আসবে।
***ডানপাশে নিচের দিকে create a new presentation এ click করুন।তারপর যে window আসবে তাতে black presentation এ click করুন।
***তারপর,এখানে বিভিন্ন ধরনের layout থাকবে।scroll bar এর নিচের দিকে টিপতে থাকুন।এরপর, other layouts অপশন এর প্রথম আইকন এ double click করুন।নিচের মত একটি window খুলে যাবে।
***প্রথম পারায় click to add title option থাকবে।এখানে subject এর title লিখতে হবে।click to add text এ ক্লিক করে বিভিন্ন নাম লিখতে হবে।আর ডানে , double click to add clip art এ double click করে বিভিন্ন art clip select করতে হবে।
***আসুন আমরা একটি slide বানাই। click to add title এ click করে techtunes লিখুন।তারপর, click to add text এ ক্লিক করে A very good web site, Every one is student, Every one is teacher, All of tuners are brother লিখি।তারপর, double click to add clip art এ double click করে একটি click art select করি।তারপর, file এ গিয়ে save এ ক্লিক করে ফাইল টি সেভ করি।
***আমরা আরও একটি slide add করব।এর জন্য উপরে insert এ গিয়ে new slide e click করুন।
***একটি নতুন slide open হবে।তারপর, scroll bar এর নিচের দিকে টিপতে থাকুন।এরপর, other layouts অপশন এর second আইকন এ double click করুন।
***সেখানে title এ good movie লিখুন।তারপর,add text এ গিয়ে Cop out, Alice in the wonderland, Karate kid লিখুন।একটি art clip add করুন।তারপর,file এ গিয়ে save এ ক্লিক করুন।
***আমরা আরও একটি slide add করব।এর জন্য উপরে insert এ গিয়ে new slide e click করুন। একটি নতুন slide open হবে।তারপর, scroll bar এর নিচের দিকে টিপতে থাকুন।এরপর, other layouts অপশন এর প্রথম আইকন এ double click করুন।
***সেখানে title এ techtunes লিখুন।তারপর,add text এ গিয়ে Teaching, Learning, everything লিখুন।একটি art clip add করুন।তারপর,file এ গিয়ে save এ ক্লিক করুন।
***এবার আমরা slide টি show করব।এজন্ন উপরে slide show এ গিয়ে view show তে ক্লিক করুন।এরফলে প্রথম slide টি show হবে।এবং পুরো screen জুড়ে দেখা জাবে।আবার মাউস ক্লিক করুন।পরের slide টি দেখা যাবে।
এভাবে আমরা microsoff powerpoint এর সাহাজ্জে presentation বানাতে পারি।
আজকে কিভাবে animation যোগ করতে হয় তা নিয়ে লিখব।আমার সাথে থাকুন।
***প্রথমে Microsoft powerpoint open করুন।তারপর menu থেকে file এ গিয়ে open এ click করুন।তারপর,আগেরদিন powerpoint এর যে slide বানিয়েছিলাম তা ,তাতে click করে open করি।
***তারপর,যে window টি আসবে তাতে view তে গিয়ে slide sorter এ click করুন।তারপর,যে window আসবে তাতে প্রথম টিতে double click করুন।
***তারপর,techtunes লেখা text box টি ক্লিক করে সিলেক্ট করুন।menu থেকে slide show হতে custom animation select করুন।
***তারপর,ডানপাশে যে বক্স আসবে তাতে add effect বাটন এ click করুন।তাতে যে মেনু আসবে তাতে entrance এ ক্লিক করুন।তারপর যে বক্স আসবে তাতে fly in এ ক্লিক করুন।
***তারপর যে বক্স আসবে তাতে start হতে with previous ,direction এ from-bottom left ,speed fast সিলেক্ট করুন।
***তারপর mouse symbol সহ title1 box এ click করে effect options এ ক্লিক করুন।
***তারপর,একটি dial-up বক্স আসবে।সেখান হতে sound হতে camera selest করুন।তারপর,animate text এ by letter সিলেক্ট করুন।তারপর, ok সিলেক্ট করুন।
***এবার,২য় text box মানে a very good web site এর এখানে ক্লিক করুন।তারপর, তারপর,ডানপাশে যে বক্স আসবে তাতে add effect বাটন এ click করুন।তাতে যে মেনু আসবে তাতে entrance এ ক্লিক করুন।তারপর যে বক্স আসবে তাতে fly in এ ক্লিক করুন।
***তারপর যে বক্স আসবে তাতে start হতে after previous ,direction এ from bottom ,speed fast সিলেক্ট
করুন।
***তারপর mouse symbol সহ title2 box এ click করে effect options এ ক্লিক করুন।
***তারপর,একটি dial-up বক্স আসবে।সেখান হতে sound হতে arrow selest করুন।তারপর,animate text এ all at once সিলেক্ট করুন।তারপর, ok সিলেক্ট করুন।
***এবার আমরা clip art নিয়ে কাজ করব।
***তারপর যে বক্স আসবে তাতে start হতে after previous ,direction এ from bottom ,speed fast সিলেক্ট করুন।
***তারপর mouse symbol সহ ৩য় box এ click করে effect options এ ক্লিক করুন।
তারপর,একটি dial-up বক্স আসবে।সেখান হতে sound হতে arrow selest করুন। তারপর, ok সিলেক্ট করুন।
***তারপর file এ গিয়ে save এ ক্লিক করুন।তারপর, play বাটন এ ক্লিক করে দেখুন,আপ্নি কি বানিয়েছেন।
***আপনার প্রথম slide টি বানানো শেষ।এবার,একই নিয়মে বাকি ২ টি slide বানিয়ে ফেলুন।
***প্রথমে Microsoft powerpoint খুলুন। তারপর, মেনু থেকে file এ গিয়ে open এ click করুন। তারপর, powerpoint এর file টি double click করে open করুন।
***তারপর,মেনু থেকে view তে গিয়ে notes page এ click করুন।
***তারপর,দেখবেন,যে window আসবে তাতে নিচের দিকে note লেখার বক্স আসবে।তাতে click করে লিখুন techtunes is best web address I ever watch.
***তারপর,file এ গিয়ে save ক্লিক করুন।এবার মেনু থেকে slide show তে গিয়ে view show তে ক্লিক করুন।তখন slide টি show হবে , কিন্তু note টি দেখা যাবে না।nate দেখার জন্য মাউস এর right click করে সেখানে screen এ গিয়ে speaker notes এ ক্লিক করুন।তখন, note তি প্রদরশিত হবে।
***আসুন এবার শিখি আরেক বিশয়ে।
***আগের ফাইল টি ওপেন করুন।তারপর,মেনু থেকে view তে গিয়ে master এ গিয়ে slide master এ ক্লিক করুন।তারপর,নিচের মত screen আসবে।
***তারপর,নিচের দিকে drawing টুলবারের autoshape এ ক্লিক করে stars and banners এ গিয়ে ২য় লাইনের শেষ icon এ ক্লিক করুন। তারপর, আগের পেজ টি আসবে।সেখানে mouse এর left বাটন একবার ক্লিক করলে logo টি চলে আসবে।
***তারপর, keyboard এর spacebar (সবচেয়ে লম্বা বাটন) একবার চাপ দিন।তারপর লেখুন tech.
***তারপর,মেনু থেকে view তে গিয়ে normal এ ক্লিক করুন।
***তারপর, file এ গিয়ে save এ click করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন