সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে গানে ছবি টেগ করার নিয়ম

রথমে যে কোন একটি গান উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে অপেন করুণ। ডান পাশে দেখুন নিছের ছবির মত এলবাম ইনপু আছে।
এখন যে গানটি শুনছেন সে গানটির উপর রাইট বটম কিল্কি করুণ।  advanced  Tag Editor এ ক্লিক করুন। একটি নতুন উন্ডো অপেন হবে।
এখন আপনার যে জিনিস টি পরিবর্তন করার প্রয়োজন সেটা পরিবর্তন করুন। ছবি দেওয়ার ক্ষেত্রে Pictures এ ক্লিক করুণ।
যদি গানটিতে আগে ছবি থাকে তাহলে সেটা ডিলিট এ ক্লিক করে ডিলিট করে দিন। এখন ADD বটনে ক্লিক করে আপনি যে ছবিটি দিতে চান সেটা সিলেক্ট করে অপেন করুণ। এপলাই বটনে ক্লিক এর পর Ok বটনে ক্লিক করুন.. এইবার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে কোলুজ করে গানটি আবার শুনুন… দেখুন ছবি হয়েছে কি না।

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১১

উবুন্টু ১০.০৪ সেটআপ করার পদ্ধতি

বুন্টু ১০.০৪ সেটআপ করার পদ্ধতি নিচে আলোচনা করা হবে।
১ম ধাপঃ
প্রথমে BIOS settings করে নিতে হবে। BIOS এ প্রবেশ করার জন্য DEL or F1 or F2 press করে boot settings এ ডুকে CD-ROM or Removable Media as the first boot device সিলেক্ট করে নিব এরপর F10 দিব (or any other key specified by the system) to save and exit.২য় ধাপঃ
Ubuntu CD সিডি রমে প্রবেশ করিয়ে boot করি এরপর নিচের screen টা দেখতে পাব

বাম পাশের স্ক্রিন (screen) থেকে language সিলেক্ট করে “Install Ubuntu 10.04 LTS” ক্লিক করি।
৩য় ধাপঃ
Time zone select Select করে বাম দিকের drop down list থেকেregion select করব।

৪র্থ ধাপঃ
এরপর keyboard layout সালেক্ট করব ।

৫ম ধাপঃ
এই ধাপটি খুবই গুরুত্ত্বপূর্ণ কারন এই ধাপটিতে উবুন্টু পার্টিশন করবে তাই সতর্কতার সাথে এই ধাপটি পার করতে হবে।

এখানে পার্টিশনের দুইটি অপশন আছে “Erase and use the entire disk” এবং “Specify Partitions Manually”. যারা অন্য অপারেটিং সিস্টেম বা অন্যান্য পার্টিশন আছে, আমি তাদের জন্য “Specify Partitions Manually” সুপারিশ করব।
“Specify Partitions Manually” সিলেক্ট করার পর "ফরওয়ার্ড" এ ক্লিককরব।
৬ষ্ঠ ধাপঃ
এখন, যদি আপনার হার্ড ডিস্কে কোনো পার্টিশন না থাকে, যদি brand new হার্ড ডিস্ক হয়, তাহলে “New Partition Table” ক্লিক করুন. এরপর "continue" ক্লিক করুন ।

৭ম ধাপঃ
পরবর্তী আমরা পার্টিশন তৈরী করব। Select the free space and click on “Add”


১। এখন প্রথমে কোন ধরনের পার্টিশন চান তি নির্বাচন করতে হবে।
২। তারপর পার্টিশনের পরিমান দিতে হবে ।
৩। নতুন পার্টিশন জন্য অবস্থান, ডিফল্ট সেটিংস হিসাবে থাকে।
৪। পার্টিশনের প্রকার উল্লেখ করা।
৫। অবশেষে আপনাকে মাউন্ট পয়েন্ট দিতে হবে।
যদি আপনার কোনো পার্টিশন না থাকে, যদি আপনার হার্ড ডিস্কে নতুন হয়ঃ
প্রাথমিক পার্টিশন তৈরী করতে হবে 30% of the free space, Partition format Ext4, Mount point “/” এভাবে।
লজিক্যাল পার্টিশন তৈরী করতে Partition format : Swap.
এর অধিনে অন্য ভাগ গুলো হবে Partition format Ext4, Mount point “/home”.
যদি অন্য অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে -
Select an existing partition and click on “Change” and then reduce the size of that partition.
লজিক্যাল পার্টিশন তৈরী করতে হবে- 30% of the free space, Partition format Ext4, Mount point “/” এভাবে।
লজিক্যাল পার্টিশন তৈরী করতে Partition format : Swap.
এর অধিনে অন্য ভাগ গুলো হবে Partition format Ext4, Mount point “/home”.
৮ম ধাপঃ
পার্টিশন এর ধাপটি শেষ হলে “Forward” click করবেন।

৯ম ধাপঃ
এবার তথ্যগুলো পূরন করবেন

What is your Name এর ঘরে নাম দিবেন, পরের ঘরে লগইন নাম দিবেন
এবং পাসওয়ার্ড এর ঘরে A strong password দিবেন।
এর পর computer name দিয়ে forward এ click করবেন
১০ম ধাপঃ
ইনস্টলের বার্তা আসবে “Install” এ click করবেন।
এবার উবুন্টু ইনস্টল করা শুরু হবে...............

১১শ ধাপঃ
ইনস্টলেশনের সময় language packs ডাউনলোড শুরু হবে এর জন্য কিছু সময় নিবে, সুতরাং আপনি যদি মনে করেন আপনি আপনার সময় নষ্ট হয়, আপনি এটি বাতিল (skip)করতে পারেন।

১২শ ধাপঃ
ইনস্টল প্রক্রিয়া শেষে restart এর বার্তা আসবে “Restart Now” ক্লিক করে সর্বশেষ সিডি বের করে নিন

Re-start করার পরে, আপনি আপনার নতুন উবুন্টু সিস্টেম লগইন পর্দার পাবেন। লগইন পূরণ করে উপলব্ধি করুন এবং ব্যবহার করুন উবুন্টু ১০.০৪

মুল পোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১১

ডাউনলোড করুন সরকারী আবেদন পত্র সমূহ

header bangla ডাউনলোড করুন সরকারী আবেদন পত্র সমূহ | Techtunes

বাংলাদেশ সরকার ডিজিটালাইজ করার জন্য চালু করেছে ই-সিটিজেন সার্ভিস এপ্লিকেশন। এই সাইট থেকে আপনি আপনার দরকারী সকল সরকারী আবেদন পত্র ডাউনলোড করতে পারেন।এর ফলে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভা যেতে হবে না হাতের নাগালে চলে আসবে সব। তাই আর কোন চিন্তা নেই জন্ম নিবন্ধন থেকে মৃত্যুর সনদ পত্র পর্যন্ত সকল দরকারী আবেদন পত্র পাবেন এখানে। নিচে ক্যাটাগরি ভাবে আবেদন পত্র দেওয়া হলঃ-

এটি আগে এখানে প্রকাশ হয়েছিল


মঙ্গলবার, ২১ জুন, ২০১১

ফ্রী মোবাইল কন্টেন্ট ডাউনলোড এর জন্য কয়েকটি অসাধারন ওয়েবসাইট

মোবাইলের দরকারী সফটওয়্যার, ওয়ালপেপার, রিংটোন, এর জন্য গুগল এ সার্চ দিয়ে থাকি। আমার বুকমার্কে থাকা কয়েকটি ভাল ওয়েবসাইট এর লিঙ্ক ছিল , ভাবলাম শেয়ার করে ফেলি। এই সব সাইট থেকে প্রায়ই গেমস, সফটওয়্যার, ওয়ালপেপার, রিংটোন ডাউনলোড দিয়ে থাকি। সবই ফ্রী :) তাই চলে ইচ্ছা মত ডাউনলোড। তাহলে চলুন দেখে ফেলি সাইটগুলো।

১। ZEDGE :


গেমস , রিংটোন, ওয়ালপেপার, ভিডিও আর থিম ডাউনলোড এর জন্য অসাধারন ওয়েবসাইট। প্রায় ২০মিলিয়ন মানুষ প্রতিদিন এখানে তাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট ডাউনলোড করে থাকেন। এখানে আপনি আপনার নিজের তৈরী করা মোবাইলের কন্টেন্ট ও আপলোড করতে পারবেন।

২। Tehkseven

এই ওয়েবসাইটটি থেকে আপনি আপনার মোবাইলের জন্য একদম নতুন সব সফটওয়্যার , টুলস, রিংটোন ডাউনলোড করে নিতে পারেন। তাও আবার একদমই বিনামুল্যে। এই সাইটির ইউটিউবে নিজস্ব মোবাইল কমিউনিটি (গ্রুপ) আছে। এক কথায় চমৎকার একটি ওয়েবসাইট।

৩। Mobile 9

আমার খুবই পছন্দের একটি ওয়েবসাইট। এখান থেকে প্রতিদিন ৯মিলিয়ন মোবাইল কন্টেন্ট ডাউনলোড হয়ে থাকে। এই সাইটের মেম্বার সংখ্যা প্রায় ৬ মিলিয়ন এর মত !!! এই সাইটের নিজস্ব ফোরাম আছে যেখানে কিনা সাইটের মেম্বারগন তাদের মতামত প্রকাশ করতে পারেন। ঘুরে আসতে পারেন সাইটটি থেকে।

৪। Mobile 24

নকিয়া, মটোরোলা, সনি-এরিক্সন এর জন্য থিম, রিংটোন ডাউনলোড এর জন্য ভাল একটি ওয়েবসাইট। আপনি আপনার মোবাইল অথবা পিসি থেকেই সরাসরি আপনার পছন্দসই কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। এই সাইটের মেম্বার সংখ্যা প্রায় ৫মিলিয়ন এবং সর্বমোট ৪০০০০০০ মোবাইলের কন্টেন্ট রয়েছে এই ওয়েবসাইটটিতে । আশা করি ভালই লাগবে।

৫। Free Symbian Soft

যাদের মোবাইলে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম আছে তারা এই সাইটটি থেকে গেমস, থিম, সফটওয়ার ডাউনলোড করে নিতে পারেন খুবই সহজে। খুব সহজ নেভিগেশন সিস্টেম এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মত মোবাইলের কনটেন্ট।

৬। Get Jar

যারা মোবাইলে গেমস খেলতে ভাল বাসেন তাদের জন্যই এই সাইটটি হতে পারে প্রিয় একটি ওয়েবসাইট। প্রচুর গেমস (jar file) পাওয়া যায় এই সাইটে। আমি নিজেও এই সাইটের একজন ভক্ত। আর সব কিছুই ফ্রি...ফ্রি।

৭। Symbian Freeware

ফ্রি সিম্বিয়ান সফটওয়ার এর জন্য দরকারী একটি ওয়েবসাইট। ১৪০০ সিম্বিয়ান মোবাইলের জন্য থিম, রিংটোন, সফটওয়ার পাওয়া যাবে এই সাইটটিতে।

৮। Mobile Rule

কয়েক মিলিয়ন থিম, রিংটোন আর গেমস এর বিশাল সম্ভার নিয়ে সাজানো হয়েছে এই সাইটটি। নতুন কোন গেমস এর জন্য ঘুরে আসতে পারেন এই সাইটি থেকে।

৯। MyFoneTheme.com

এই সাইটি আপনাকে শুধু ডাউনলোড এর সুবিধাই দিচ্ছে না , তার সাথে সাথে আপনাকে আপনার মনের মত করে থিম বানানোর সুবিধাও দিচ্ছে। তাই এখন আপনি আপনার মোবাইলের থিম আপনার ইচ্ছা মত তৈরী করে নিতে পারবেন। এছাড়াও আপনি এই সাইট থেকে লোগ, ছবি কে নিজের মনের মত করে এডিটও করতে পারবেন।

১০। Mobango

৬০,০৫,৮৬১ এর মত মোবাইল কনটেন্ট আছে এই সাইটটিতে। এখান থেকে আপানি আপনার পছন্দ মত ভিডিও নামাতে পারবেন, একদম ফ্রী। ঘুরে আসার মত একটি ওয়েবসাইট।


বুধবার, ১৫ জুন, ২০১১

MP3 গানে ছবি ট্যাগ করুন Tag & Rename দ্বারা

MP3 হচ্ছে হালের সবথেকে জনপ্রিয় অডিও ফরম্যাট। এই MP3 গানে আমরা চাইলে কমেন্ট ও লিরিক যোগ করতে পারি । কিন্তু ছবি কি যোগ করতে পারি?
আমরা যখন ইন্টারনেট থেকে গান ডাউনলোড করি ওই গানটা রিয়েল প্লেয়ার বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালালে দেখা যায় গানটার সাথে ছবি ও কোন ওয়েব সাইটের লিঙ্ক। ছবি যোগ করা ছাড়াও আপনি চাইলে সহজে নিমিষে হাজার হাজার গান কয়েক সেকেন্ডেই সব গানের ট্যগ করতে পারবেন Tag & Rename সফটওয়ার দ্বারা।
1 নিমিষে হাজার হাজার MP3 গানে ছবি ট্যাগ করুন Tag & Rename দ্বারা | Techtunes
আসুন দেখি এটি দিয়ে কিভাবে কাজ করা যায় :-
প্রথমে সফটওয়ারটা ডাউনলোড করে ওপেন করুন। এটি ওপেন করার পর বাম দিকে ব্রাউসারে আপনার গানের এলবাম সিলেক্ট করুন দেখবেন ডানপাশে গান গুলো দেখা যাচ্ছে।
2 নিমিষে হাজার হাজার MP3 গানে ছবি ট্যাগ করুন Tag & Rename দ্বারা | Techtunes
এবার Ctrl + F5 চাপুন (অথবা গানগুলো সিলেক্ট অবস্থায় বামক্লিক করে Edit Tag in Selected file সিলেক্ট করুন )
3 নিমিষে হাজার হাজার MP3 গানে ছবি ট্যাগ করুন Tag & Rename দ্বারা | Techtunes
দেখবেন ট্যাগ এডিটর আসবে ( উপরের মত ) Artist এ শিল্পীর নাম Album এ সিডির নাম (পাশাপাশি আপনার নাম ও মোবাইল নাম্বার ও দিতে পারেন, এভাবে অন্যান্য ঘরগুলো যেমন Comment, Url ইত্যাদি পূরন করতে পারেন, সবার ডানপাশে Art এর নিচে Add এ ক্লিক করে আপনার ছবিটি দেখিয়ে দিন (ছবি ৩০০x৩০০ হলে ভাল হয়,পারলে আগে থেকে এডিট করে নিন)
4 নিমিষে হাজার হাজার MP3 গানে ছবি ট্যাগ করুন Tag & Rename দ্বারা | Techtunes
(আমি আমার ছবিটি এডিট এভাবে করেছি)
এবার সেইভ ক্লিক করে সেইভ করে নিন। এভাবে প্রতিটা এলব্যাম আপনারা ট্যাগ করতে পারেন।
আপনি চাইলে আপনার ট্যাগ করা গান কপি করে ট্যাগ করেন নাই এমন গান বা গানগুলোর উপর পেস্ট করলেই সেই গান বা গানগুলোও ট্যাগ হয়ে যাবে। যেমনঃ আপনি ট্যাগ করেছেন এমন একটা গানে ডান ক্লিক করে Copy Tag (অথবা Shift+Ctrl+C চাপুন ) এ ক্লিক করুন, ফলে ঐ গানের সব ইনফরমেশন কপি হবে।
5 নিমিষে হাজার হাজার MP3 গানে ছবি ট্যাগ করুন Tag & Rename দ্বারা | Techtunes
এবার ট্যাগ হয়নি এমন একটা গানের উপর ডান ক্লিকে পেস্ট করলে ( বা shift+Ctrl+V )  পেস্ট অপশনে আপনার প্রয়োজন অনুসারে টিক চিহ্ন দিয়ে পেস্ট করলেই হবে।
এবার দেখুন রিয়েলপ্ল্বেয়ার বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালালে MP3 গানের সাথে ডান পাশে আপনার ছবিটি দেখা যাচ্ছে।
6 নিমিষে হাজার হাজার MP3 গানে ছবি ট্যাগ করুন Tag & Rename দ্বারা | Techtunes
( এখানে উল্লেখ করা প্রয়োজন যে ট্যাগ এডিটরে Artist বা Album এর অংশ সম্পূর্ণ যদি
ফাকাঁ থাকে তবে রিয়েলপ্লেয়ারে গান চালানোর সময় ছবি আসবে না তবে উন্ডোজ মিডিয়াপ্লেয়ারে আসবে)
এছাড়া N সিরিজ মোবাইলেও আপনার ট্যাগ করা গানের সাথে আপনার ছবি দেখা যাবে।
7 নিমিষে হাজার হাজার MP3 গানে ছবি ট্যাগ করুন Tag & Rename দ্বারা | Techtunes
এছাড়া এর মেনুয়ালে চিত্রসহ অনেককিছু বর্ণনা পাবেন।
তাই আজই ডাউনলোড করে আপনার কম্পিউটারের সব গান আপনার নাম ও ছবি দিয়ে ট্যাগ করে ফেলুন। বিভিন্ন শেয়ার সাইটসমূহে একটু ঘাঠাঘাঠি করলেই এর লাইসেন্স কী সহ পেয়ে যাবেন।

mp3 ফাইলে ছবি যুক্ত করুন : স্ক্রিনশট সহ

মনে করুন আপনি দরিদ্র ডট কম থেকে কোন mp3 গান ডাউনলোড করেছেন। যখন এটি আপনার পিসিতে বা মোবাইলে চালানো হয় তখন দেখা যায় দরিদ্র ডট কম এর একটি এ্যাড ভেসে ওঠে। বা যখন আপনি songs.pk থেকে কোন গান ডাউনলোড করেন তখনও একই ব্যাপার ঘটে। নিচে লক্ষ্য করুন।
 mp3 ফাইলে আপনার ছবি যুক্ত করুন : স্ক্রিনশট সহ  | Techtunes
আশা করছি এবার বুঝতে পারছেন। উপরে লক্ষ্য করুন দরিদ্র ডট কম লেখা আছে, তাদের একটি ইমেজ এড রয়েছে, আরও রয়েছে তাদের স্লোগান। এখন ওইখানে যদি আপনার ছবি থাকে, আপনার নাম ও আপনার পছন্দনীয় কোন কথা থাকে তাহলে কেমন হয়? চলুন আরম্ভ করি।
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এবার রার ফাইলটি খুললে সেখানে নিচের  মত চিত্র দেখতে পারেন। নিচের চিত্র মত হলুদ রঙে চিন্হিত ফাইল দুটি আপনার ডেস্কটপে পেষ্ট করুন।
 mp3 ফাইলে আপনার ছবি যুক্ত করুন : স্ক্রিনশট সহ  | Techtunes
এবার Tag&Rename.exe ফাইলটিতে দুটি ক্লিক করে খুলুন। নিচের চিত্র লক্ষ্য করুন।
 mp3 ফাইলে আপনার ছবি যুক্ত করুন : স্ক্রিনশট সহ  | Techtunes
Unlock এ ক্লিক করুন।
এবার Serial ফাইলটি খুলে Name ও Unlock code বসিয়ে ওকে প্রেস করুন। ব্যাস আপনি পেয়ে গেলেন ট্যাগএন্ডরিনেমের একটি ফুল ভার্সন পোর্টেবল সফটওয়্যার। এবার আমরা শুরু করব কারিশমা!
এবার আপনি বামপাশে লক্ষ্য করুন আপনার কম্পিউটারের ড্রাইভ, ফোল্ডার বা বিভিন্ন সাব-ফোল্ডার দেখা যাচ্ছে। আপনি যে ফোল্ডারের গানটি রিনেম ও ইমেজ যোগ করতে চান সেটি সিলেক্ট করুন। শুধু সিলেক্ট করলেই হবে বাকি কাজ সফটওয়্যারের। নিচে লক্ষ্য করুন।
 mp3 ফাইলে আপনার ছবি যুক্ত করুন : স্ক্রিনশট সহ  | Techtunes
মনে করুন আমরা হাবিবের আহবান এলবামটি দরিদ্র ডট কম থেকে ডাউনলোড করলাম। এবার এ্টিকে আমাদের মত করে রিনেম ও ছবি এড করব। সেক্ষেত্রে যে গানের পরিবর্তন করতে চান সেগুলো সিলেক্ট করে উপরে হাইলাইটকৃত Rename এ ক্লিক করুন। অথবা অনেকগুলো গান একসাথে পরিবর্তন করতে চাইলে কী-বোর্ড থেকে কন্টোল+F4 চাপুন। এবার সবগুলো গান সিলেক্ট করে Edit All Supported Tag Fields এ ক্লিক করুন। এবার নীচের চিত্র লক্ষ্য করুন।
 mp3 ফাইলে আপনার ছবি যুক্ত করুন : স্ক্রিনশট সহ  | Techtunes
চতুর্ভজ ঘরগুলোতে টিক চিন্হ দিয়ে আপনি যা বসাতে চান বসিয়ে নিন। এবার ডান দিকে Add এ ক্লিক করে আপনার ১১০X১১০ ইমেজটি বসিয়ে নিন। সবশেষে Save এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। এবার আপনি গানগুলো আপনার পিসি বা মোবাইলে চালিয়ে দেখুন। মজাই মজা তাই না?

সোমবার, ৬ জুন, ২০১১

ROBINDRANATH TAGORE SHOMOGRO (ALL UPONNASH & GOLPO SHOMOGRO)

Rabindranath Tagore:




Rabindranath Tagore was born in Calcutta, India into a wealthy Brahmin family. After a brief stay in England (1878) to attempt to study law, he returned to India, and instead pursued a career as a writer, playwright, songwriter, poet, philosopher and educator. During the first 51 years of his life he achieved some success in the Calcutta area of India where he was born and raised with his many stories, songs and plays. His short stories were published monthly in a friend's magazine and he even played the lead role in a few of the public performances of his plays. Otherwise, he was little known outside of the Calcutta area, and not known at all outside of India.
This all suddenly changed in 1912. He then returned to England for the first time since his failed attempt at law school as a teenager. Now a man of 51, his was accompanied by his son. On the way over to England he began translating, for the first time, his latest selections of poems, Gitanjali, into English. Almost all of his work prior to that time had been written in his native tongue of Bengali. He decided to do this just to have something to do, with no expectation at all that his first time translation efforts would be any good. He made the handwritten translations in a little notebook he carried around with him and worked on during the long sea voyage from India. Upon arrival, his son left his father's brief case with this notebook in the London subway. Fortunately, an honest person turned in the briefcase and it was recovered the next day. Tagore's one friend in England, a famous artist he had met in India, Rothenstein, learned of the translation, and asked to see it. Reluctantly, with much persuasion, Tagore let him have the notebook. The painter could not believe his eyes. The poems were incredible. He called his friend, W.B. Yeats, and finally talked Yeats into looking at the hand scrawled notebook.

The rest, as they say, is history. Yeats was enthralled. He later wrote the introduction to Gitanjali when it was published in September 1912 in a limited edition by the India Society in London. Thereafter, both the poetry and the man were an instant sensation, first in London literary circles, and soon thereafter in the entire world. His spiritual presence was awesome. His words evoked great beauty. Nobody had ever read anything like it. A glimpse of the mysticism and sentimental beauty of Indian culture were revealed to the West for the first time. Less than a year later, in 1913, Rabindranath received the Nobel Prize for literature. He was the first non-westerner to be so honored. Overnight he was famous and began world lecture tours promoting inter-cultural harmony and understanding. In 1915 he was knighted by the British King George V. When not traveling he remained at his family home outside of Calcutta, where he remained very active as a literary, spiritual and social-political force.

In 1919, following the Amritsar massacre of 400 Indian demonstrators by British troops, Sir Tagore renounced his Knighthood. Although a good friend of Mohandas Karamchand Gandhi, most of the time Tagore stayed out of politics. He was opposed to nationalism and miltiarism as a matter of principle, and instead promoted spiritual values and the creation of a new world culture founded in multi-culturalism, diversity and tolerance. He served as a spiritual and creative beacon to his countrymen, and indeed, the whole world. He used the funds from his writing and lecturing to expand upon the school he had founded in 1901 now known as Visva Bharati . The alternative to the poor system of education imposed by the British, combined the best of traditional Hindu education with Western ideals. Tagore's multi-cultural educational efforts were an inspiration to many, including his friend, Count Hermann Keyserling of Estonia. Count Keyserling founded his own school in 1920 patterned upon Tagore's school, and the ancient universities which existed in Northern India under Buddhist rule over 2,000 years ago under the name School of Wisdom. Rabindranath Tagore led the opening program of the School of Wisdom in 1920, and participated in several of its programs thereafter.

tagore_at_desk.gifRabindranath Tagore's creative output tells you a lot about this renaissance man. The variety, quality and quantity are unbelievable. As a writer, Tagore primarily worked in Bengali, but after his success with Gitanjali, he translated many of his other works into English. He wrote over one thousand poems; eight volumes of short stories; almost two dozen plays and play-lets; eight novels; and many books and essays on philosophy, religion, education and social topics. Aside from words and drama, his other great love was music, Bengali style. He composed more than two thousand songs, both the music and lyrics. Two of them became the national anthems of India and Bangladesh. In 1929 he even began painting. Many of his paintings can be found in museums today, especially in India, where he is considered the greatest literary figure of India of all times.

Tagore was not only a creative genius, he was a great man and friend to many. For instance, he was also a good friend from childhood to the great Indian Physicist, Bose. He was educated and quite knowledgeable of Western culture, especially Western poetry and Science. This made him a remarkable person, one of the first of our planet to combine East and West, and ancient and modern knowledge. Tagore had a good grasp of modern - post-Newtonian - physics, and was well able to hold his own in a debate with Einstein in 1930 on the newly emerging principles of quantum mechanics and chaos. His meetings and tape recorded conversations with his contemporaries such Albert Einstein and H.G. Wells, stand as cultural landmarks, and show the brilliance of this great man. Although Tagore is a superb representative of his country - India - the man who wrote its national anthem - his life and works go far beyond his country. He is truly a man of the whole Earth, a product of the best of both traditional Indian, and modern Western cultures. World is proud to have him as part of its heritage. He exemplifies the ideals important to us of Goodness, Meaningful Work, and World Culture.

All Novels & Storys With Download Link:

1.Aporichita (Unknown)



2.Bou thakuranir hat



3.Char Oddhay



4.Chaturanga



5.Chokher bali



6.Choto O Boro



7.Drishtidan



8.Dui Bon



9.Ghore Baire



10.Gora



11.Japan-Jatri



12.Karuna



13.Kormo Fol



14.Laboratory



15.Malancha



16.Master Moshai



17.Noukadubi



18.Projapotir Nirbondha



19.Rajorshi



20.Rinshodh
Twitter Bird Gadget