মঙ্গলবার, ৩১ মে, ২০১১

বাসার এড্রেস বের করুন টিএনটি নম্বর থেকে

প্রথমে  এই লিঙ্কে   ক্লিক করুন।
তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে।
http://img339.imageshack.us/img339/9423/ronybest125079819111png.jpg
এবার লগ ইনে ক্লিক করলে
http://www.freeimagehosting.net/uploads/982446cc75.jpg
এরকম উইন্ডো আসবে। আপনি যে নম্বরের এড্রেস বের করতে চান এরিয়া কোডসহ সেই নম্বরটি ইউজার নেম এ বসান। পাসওয়ার্ডও সেই নম্বরটিই ( এরিয়া কোডসহ )।
যেমন আমি 029291*** এই নম্বরের এড্রেস বের করতে চাই। তাই এটাকেই ইউজারনেম এবং পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার করা হয়েছেঃ
http://img39.imageshack.us/img39/6882/ronybest125079889733png.jpg


এরপর Login এ ক্লিক করলে নিচের মত আসবে।
http://img20.imageshack.us/img20/7114/ronybest12508009737tpng.jpg
Uploaded with ImageShack.us
দুই নম্বরের PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করুন।
http://img41.imageshack.us/img41/5226/ronybest125079903744png.jpg
Uploaded with ImageShack.us
তিন নম্বরটি অর্থাৎ VIEW PAYMENT STATUS এ ক্লিক করুন।
http://img577.imageshack.us/img577/8371/ronybest125079930455png.jpg


উপরের উইন্ডোতে লাল বক্সে যেভাবে তারিখ বসানো আছে সেভাবে 01/2008 To 01/2009 তারিখ বসান এবং ডানপাশের সাবমিট বাটনে ক্লিক করুন।
তাহলে যে উইন্ডো আসবে তাতে মাসভিত্তিক বিলসহ সেই বাসার এড্রেস ( উপরে বামপাশে থাকবে) পেয়ে যাবেন।
http://img101.imageshack.us/img101/132/ronybest125079972466png.jpg


বিঃদ্রঃ অন্য কেউ যাতে আপনার এড্রেস না পায় তার জন্য পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলুন।:) এই পদ্ধতিতে চেঞ্জ করে ফেলুন। যারা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে, এই পদ্ধতিতে তাদের এড্রেস বের করা যাবে না।

মঙ্গলবার, ২৪ মে, ২০১১

DVD/CD বা USB Memory ডিস্ককে Password দিন

list of cdrom drives, card reader slots and usb flash memory sticks
এবার USB Memory ডিস্ক এর পাশা পাশি আপনার রাইট করা DVD অথবা CD তে ও পাসওয়ার্ড দিতে পারবেন। আর এর জন্য  Master Voyager একটি চমৎকার সফটওয়ার।  এটি দারা কোন DVD/CD অথবা USB Memory ডিস্ককে Password দিলে অন্য কম্পিউটারে দেখার জন্য আপনাকে কোন সফটওয়ার ইনস্টল করতে হবে না। ভিতরের ডাটা দেখার জন্য শুধুমাত্র পাসওয়ার্ড দিলেই চলবে।
providing password to open encrypted partition on password protected media: DVD, CD or USB Stick
এটির মধ্যে CD/DVD burning করার সিস্টেম আছে তাই আলাদা ভাবে কোন  burning সফট ইন্সটল করতে হবে না। এট CDR/CDRW/DVD+-R/DVD+-RW disc সাপোর্ট করে।
supported operations for DVD RW disc. Erase, Burn, create password protected encryption partition
এটি দিয়ে রাইট বা প্রোটেক্ট করার পর অন্য কম্পিউটারে ডাটা গুলো দেখার সময় শুধু মাত্র পাসওয়ার্ড চাইবে। আলাদা কোন সফট এর প্রয়োজন নেই। আরেকটি মজার বেপার হচ্ছে এটি দিয়ে একটি ফোল্ডারের ভিতরের সাব ফোল্ডার গুলোতে ও পাসওয়ার্ড দেওয়া যাবে।
autoplay for password protected DVD RW disc
অনেক গুলো ফিচার সমৃদ্ধ এ সফটি প্রায় ১০ মেগা বাইট মাত্র।  তাহলে একবার ট্রাই করেই দেখুন ।
manager of secure partitions on DVD RW disc. Create new encrypted partitions, set password for encryption


ডাউনলোড এর জন্য ক্লিক করুন
ক্র্যাক ফাইল ভিতরে দেওয়া আছে।


শুক্রবার, ৬ মে, ২০১১

U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি

pendrive1 U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes

বিদ্রঃ আগেই বলেনিচ্ছি আমি হিরেনবুট সিডির ওয়েব সাইট থেকে এটি সিখেছি। এবং বাস্তবে নিজে করেছি।
প্রথমেই এই লিংক থেকে(http://download696.mediafire.com/vprt3mnwi1ig/664keazj0bau5fu/usb+booting+file.rar) রার ফাইলটি ডাউনলোড করে নিন। এর পর আনরার করুন। দুইটি পোর্টেবল সফ্টওয়ার পাবেন একটি ফরমেট করার জন্য অন্যটি বুটিং ফাইল হন্সটল করার জন্য।
প্রথমে usb format  সফ্টওয়ারটি রান করুন
usbformat U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes
তারপর চিত্রের অনুযয়ী start এ ক্লিক করুন।
প্রোগ্রামটি ক্লোজ করুন। তারপর grubinst সফ্টওয়ারটি রান করুনgrubinst U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes grubinst U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes
তারপর চিত্রের অনুযয়ী সব কনফিগারেশন ঠিক করে ইন্সটল এ ক্লিক করুন।
এবার হিরেনবুট সিডির iso file win rar এর মাধ্যমে extract করে সবগুলো ফাইল pendrive এ কপি করুন।
usbboot2 U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes
কাজ শেষ। কম্পিউটারটি রিস্ট্রাট করুন।
এবার দেখুন আপনার হিরেনবুট সিডি বুট করবে।

Twitter Bird Gadget