মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০১০

এডভান্সড জিপ রিপেয়ার

 
ইন্টারনেটে অনেক সফটওয়্যার বা ড্রাইভার ফাইল-ই .rar বা .zip আকারে থাকে। অনেক সময়ই দেখা যায় অনেক সময় নিয়ে ডাউনলোড করা ফাইলটি রান করছে না বা এক্সট্রাক্ট করতে পারছেন না করাপ্টেড হবার কারণে। মেজাজ তখন কোথায় থাকে বলুন তো ? এই সফটওয়্যারটি আপনাকে করাপ্টেড জিপ ফাইল রিপেয়ার করতে সাহায্য করবে। এই সফটওয়্যারটি ভাইরাসজনিত কারণে করাপ্টেড জিপ ফাইলও রিপেয়ার করতে সক্ষম।
ঠিকানাঃ http://www.repair-zip-files.com/

ডেস্কটপে ওয়েবসাইটের শর্টকাট

ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীরা ডেস্কটপেই রাখতে পারেন তাঁদের প্রয়োজনীয় ওয়েবসাইটের শর্টকাট। এজন্য ইন্টারনেট এঙ্প্লোরার চালু করে আপনি যে ওয়েবসাইটের শর্টকাট তৈরি করবেন, তা খুলে ইন্টারনেট এঙ্প্লোরারের ফাইল মেন্যুতে যান। এবার সেন্ড থেকে শর্টকাট টু ডেস্কটপ নির্বাচন করুন। ডেস্কটপে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের শর্টকাট তৈরি হবে। ওয়েবসাইটটি ভিজিট করার জন্য শর্টকাটে ডাবল ক্লিক করুন।

সোমবার, ২৯ নভেম্বর, ২০১০

ব্লক করা সাইট দেখার উপায়

বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে কিছু ওয়েবসাইট ব্লক থাকতেই পারে। যেমন কিছুদিন আগে বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়াও নানা কারণে কিছু ওয়েবসাইট সময়মতো দেখা নাও যেতে পারে। কিন্তু প্রয়োজনীয় মুহুর্তে সেই ওয়েবসাইটটিতে যদি যেতেই হয় তাহলে কি করবেন? আসুন ব্লক সাইট দেখার কয়েকটি পদ্ধতি জেনে নিই-

পদ্ধতি-১। এখান থেকে আল্ট্রা সার্ফ লেটেস্ট ভার্সন (৯.৯৬) ডাউনলোড করে নিন। সফটওয়ারটি এখানেও পেতে পারেন। সাইজ মাত্র ৪৪২ কিলোবাইট।
এরপর এক্সট্রাক্ট করে রান করুন। ব্যস, ব্যানড ওয়েবসাইটের ঠিকানা দিয়ে ব্রাউজ করুন নির্বিঘ্নে। আমি সাধারণত এই পদ্ধতি ব্যবহার করি।
পদ্ধতি-২। আপনার ব্রাউজারটি মোজিলা ফায়ারফক্স হলে ভালো হয়। এখান থেকে ফ্রী Tor সফটওয়্যারটি  ডাউনলোড করে ইন্সটল করুন আর ফায়ারফক্সে এর এড অনটি ইনষ্টল হতে দিন। এর পর ফায়ারফক্স রিস্টার্ট করলে নিচে ডান সাইডে দেখবেন Tor Disabled লেখা আছে। সেখানে ক্লিক করলেই Tor Enabled হয়ে যাবে।
এবার নির্বিঘ্নে প্রয়োজনীয় ব্লক সাইটে ঢুকুন।
যতবারই Tor Disabled থেকে Tor Enabled করবেন তখনই আপনার আইপি এড্রেস চেঞ্জ হবে। ফলে আপনি রেস্ট্রকটেড (ফ্রি) হোষ্টিং সাইট যেমন রেপিডশেয়ার থেকে প্রিমিয়াম একাউন্ট ছাড়া ওয়েট না করেই ফাইল নামাতে পারবেন।
পদ্ধতি-৩। এখানে কোন সফটওয়্যার ডাউনলোড কিংবা ইনস্টল করার প্রয়োজন নেই। এই ওয়েবসাইটে গিয়ে যেখানে Enter a URL below to browse the internet securely লেখা আছে তার নিচের বক্সে আপনার কাঙ্খিত ওয়েবসাইটের ঠিকানা লিখে Begin Browsing এ ক্লিক করুন।  আশা করি, কোন সমস্যা ছাড়াই ব্রাউজ করতে পারবেন।

গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারীরা কম্পিউটারে দেখুন একাউন্ট ইনফো

যারা গ্রামীণফোন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাদের একাউন্ট ব্যালেন্স জানার জন্য মডেম থেকে সিম খুলে মোবাইলে ঢুকিয়ে তারপর ব্যালেন্স জানতে হয়। কিন্তু খুব সহজেই একটি প্লাগইন ইনস্টল করে কম্পিউটার থেকেই জেনে নেয়া যায় ইন্টারনেট  ব্যবহারের পরিমাণ। আসুন দেখে নিই কিভাবে কি করতে হবে-
১। আপনার গ্রামীণফোন মডেমটি যদি Huawei EG162G মডেলের হয় তাহলে মাত্র ৯৩.১ কিলোবাইটের প্লাগইনটি এখান থেকে ডাউনলোড করে নিন। আর যদি মডেমটি Huawei E1550 মডেলের হয় তাহলে ৩৫৪ কিলোবাইটের প্লাগইনটি এখান থেকে ডাউনলোড করে নিন।
২। প্লাগইনটি ইনস্টল করে ব্রাউজার রিস্টার্ট করুন। তাহলে নিচের ছবির মতো USSD নামে একটি আইকন দেখতে পাবেন।
ImageHost.org
৩। এখন নিচের ছবির মতো ১ নম্বর চিহ্নিত স্থানে আপনার ব্যালেন্স কোড (প্রিপেইড ব্যালেন্স জানতে *৫৬৬# কিংবা পি৬ ইন্টারনেট প্যাকেজের ব্যালেন্স জানতে *৫৬৬*১০#) লিখে এন্টার চাপুন বা ২ নম্বর চিহ্নিত Send বাটনটি চাপুন।
তাহলে ৩ নম্বর চিহ্নিত বক্সে আপনার একাউন্ট সম্পর্কিত তথ্যগুলো দেখতে পাবেন।
ImageHost.org

বাংলা জনপ্রিয় মিউজিক সাইটগুলোর ঠিকানা

ইন্টারনেটে প্রিয় গানটি খুজছেন অথচ খুজে পাচ্ছেন না।আপনার এই চিন্তা দুর করতেই আজকে এক পোস্টে বাংলা জনপ্রিয় কিছু মিউজিক সাইটের ঠিকানা দিলাম।হয়তো এরমধ্যে অনেক সাইটের ঠিকানা আপনি জানেন কিন্তু সবগুলো ঠিকানা একসাথে সঙগ্রহে আছে কি ? না থাকলে এই পোস্টটি সংগ্রহে রেখে দিন।
মিউজিক ডট কম ডট বিডি
ওয়াই টু জেড মিউজিক
গানের বাংলা
মিউজিক জলসা
মাইটিউনবিডি
দরিদ্র ডট কম
কবিতা ও গান
গানের দেশ
বাংলা সুর
আমাদের গান
আমাদের জোন.
বাংলা ও বাঙালী
বৈশাখ

বাংলা এমপিথ্রি'স

আল্টিমেট বাংলা
প্রতিচ্ছবি
বাংলা মিউজিক
বাংলা মিউজিক ট্র্যাক
ফিউশনবিডি

রবিবার, ২৮ নভেম্বর, ২০১০

নিজের ছবি দিয়ে বানান ফোল্ডারের আইকন

কম্পিউটারের ফোল্ডারের আইকন হিসেবে ইচ্ছে করলে আপনি নিজের ছবি ব্যবহার করতে পারেন।এজন্য আপনার লাগবে ’ইমেজ আইকন’ নামের একটি সফটওয়্যার।মাত্র ১.০১ মেগার ছোট্ট এই সফটওয়্যারটি IMAGE ICON ঠিকানার সাইট থেকে নামিয়ে নিন।এরপর সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন।ইমেজ আইকন ওপেন করে যে ছবিটির আইকন তৈরী করতে চান সেটি মাউস দিয়ে ড্রাগ করে সফটওয়্যারটির উপর ছেড়ে দিন,তাহলেই আইকন তৈরী হয়ে যাবে।যেকোন ফোল্ডারের আইকন পরিবর্তন করতে ফোল্ডারের উপর মাউস রেখে properties/customize/change icon-G যান।এখন Browse করে আইকনটি যেখানে রয়েছে সেখানে যান এবং নির্বাচন করুন।তাহলেই আপনার পছন্দেও ছবিটি ফোল্ডারের আইকন হিসেবে দেখতে পাবেন।

শনিবার, ২৭ নভেম্বর, ২০১০

ছোট্ট একটি এডঅন দিয়ে এখন আপনি সহজেই বাংলা বানান যাচাই করতে পারবেন

লিখেছেনঃ নাবিল
 

must have firefox add ons ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes
মজিলা ওয়েব ব্রাউজারে ছোট্ট একটি এডঅন দিয়ে এখন আপনি সহজেই বাংলা বানান যাচাই করতে পারবেন। এডঅন’টি সক্রিয় থাকাকালে ওয়েবসাইটে লিখার সময় শব্দে ভুল হলে সতর্কমূলক সংকেত পাবেন এবং যে শব্দ’টি ভুল হয়েছে তার নিচে লাল দাগ পড়বে। এখন আর বানান নিয়ে দ্বিধা-দন্দ থাকবে না icon wink ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes নিচিন্তে লিখে যান।

এডঅন’টি মাত্র ৩৫৫ কিলোবাইটের।
নিচের লিঙ্ক থেকে এডঅন’টি আপনার ব্রাউজারে এডকরে নিন।

Bangla Dir ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes


এডঅন’টি ইন্সটল করার পর Restart Firefox-এ ক্লিক করুন।
এবার আপনার ব্রাউজার থেকে ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি তে লিখার সময় অভিভাধন’টি চালু করতে হলে  মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। ভুল শব্দের নিচে লাল দাগ দেখানো শব্দগুলো ঠিক করতে শব্দের শেষে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং তারপর দেখতে পাবেন যে শব্দ’টি লিখতে চাইছেন তার কাছাকাছি শব্দগুলো দেখাবে।

আপনার উইন্ডোজ XP’কে উইন্ডোজে সেভেনে রূপান্তর


বর্তমানে উইন্ডোজ সেভেন দারুন জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। বাজারে এক্সপি আসার ৫ বছর পরে এসেছিল উইন্ডোজ ভিসতা কিন্তু তা তেমন একটা সাফল্য লাভ করতে পারেনি। ভিসতা চালানোর জন্য হাই রিকোয়ারমেন্টের পিসির প্রয়োজনীয়তা এবং সফটওয়্যার সাপোর্টের দুর্বলতা ছাড়াও আরো অনেক কারণ ছিলো যা ভিসতার সাফল্যের পথে বাধা ছিলো।
ভিসতার সব দুর্বলতা কাটিয়ে একে আরো হাল্কা, সুন্দর ও সাবলীল করে কমপিউটার ব্যবহারকারীদের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে মাইক্রোসফট একটি উদ্যোগ নেয় এবং তা হচ্ছে তাদের নতুন উইন্ডোজ, যার নাম উইন্ডোজ সেভেন। নতুন এই উইন্ডোজটিকে তারা ভিসতার সফল রূপ হিসেবে আখ্যায়িত করেছেন।
বিশ্বব্যাপী বেশিরভাগ কমপিউটার ব্যবহারকারীর পিসিতে যে অপারেটিং সিস্টেমটি পাওয়া যাবে তা হচ্ছে উইন্ডোজ। তাই বলে লিনাক্স নামের মুক্ত অপারেটিং সিস্টেম ও ম্যাক ওএস-এর চাহিদাও যে বাজারে কম তা বলা যাবে না। সাধারণ কমপিউটার ব্যবহারকারীদের বেশিরভাগেরই পছন্দের তালিকায় রয়েছে উইন্ডোজের নাম।
.
উইন্ডোজ সেভেন আসার পর অনেকেই এক্সপি, ভিসতা ছেড়ে সেভেনের দিকে ঝুকছে কারন এর আকর্ষনীয় গ্রাফিক্স সবাইকে মুগ্ধ করছে এমনকি।
ক্রমাগত উইন্ডোস সেভেনের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। এখন এক্সপি ব্যবহারকারীরা উইন্ডোজ সেভেনের স্বাদ নিতে পারেন সহজেই। শুধু মাত্র একটি এ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটি ইন্সটল করে নিন দেখবেন আপনার উইন্ডোজ এক্সপি হুবুহু উইন্ডোজ সেভেনের মত হয়ে গেছে। এ্যাপ্লিক্যাশন’টি আপনার কম্পিউটার স্ক্রীন, আইকন ইত্যাদি সব কিছু পালটে দেবে।

XP ডিফল্ট থিম, এ্যাপ্লিক্যাশন’টি ইন্সটল করার পূর্বে:



এ্যাপ্লিক্যাশন’টি ইন্সটল করার পর:

এখানথেকে ডাউনলোড করে Install করে নিন।

অথবা চাইলে ব্ল্যাক এডিশন’টি ডাউনলোড করতে পারেন:

ব্ল্যাক এডিশন’টি “এখান” থেকে ডাউনলোড করে Install করে নিন।

নষ্ট সিডি থেকে তথ্য উদ্ধার করতে

ac5oxc.jpg
Abyssal Recovery is a freeware software to recover data from corrupted or lost data from damaged, scratched, or defective CD/DVD discs. It use simply copy the files to another destination (hard drive drive).
Details
Download 1
Download 2

শুক্রবার, ২৬ নভেম্বর, ২০১০

ছবি স্ক্যাচ করার জন্য ছোট্ট একটি সফটওয়্যার

ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে সহজেই আপনার ছবি’কে স্ক্যাচ করতে পারবেন। সফটওয়্যার’টি মাত্র ১.১২ মেগাবাইট। সফওয়্যার’টি দ্বারা আপনি সাদাকালো অথবা রঙ্গিন স্ক্যাচ করতে পারবেন, একসাথে অনেক ছবি স্ক্যাচ করতে পারবেন।
মিডিয়াফায়ার লিঙ্ক থেকে ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

(1.12MB with keygen)

গান থেকে রিংটোন বানিয়ে নিন খুব সহজে…

আপনার মোবাইলের জন্য Mp3 ফরমেটে রিংটোন বানানোর খুব সহজ একটি সফটয়্যার হলো RingJone। উইন্ডোজের জন্য মাত্র ৩১৬ kb’র সফটয়্যার’টি দিয়ে আপনি খুব সহজে যে কোন Mp3 গানের নিদির্ষ্ট অংশকে আপনার মোবাইলের জন্য রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা অনেকেই রিংটোন হিসেবে ব্যবহার সম্পূর্ন গান তাই প্রথম থেকে বাজতে শুরু করে… কিন্তু এই ছোট্ট সফটয়্যার দ্বারা আপনি চোখের পলকেই খুব সহজে সম্পূর্ন গান কে কেটে নির্বাচিত  অংশ রাখতে পারেন এবং তা রিংটোন হিসেবে ব্যবহার করতে পারেন।
যদি কোন প্রকার সমস্যা হয় তবে Tutorial দেখতে পারেন।

ডাউনলোড করতে পারবেন

বুধবার, ২৪ নভেম্বর, ২০১০

স্ক্রীন রেকর্ড করে নিজেই ভিডিও টিউটোরিয়াল তৈরী করুন

ভিডিও টিউটোরিয়াল তৈরী করার জন্য প্রয়োজন সফটওয়্যার এর। কিন্তু সফটওয়্যারটি যা আপনার কাছে না থাকে তাহলে কী ভাবে টিউটোরিয়াল তৈরী করবেন? আর এ জন্যই এই পোষ্ট করা হয়েছে। মূলত আপনারা এই সফটওয়্যারটা দিয়ে আপনার কম্পিউটারের স্ক্রীন রেকর্ড করে কম্পিউটারে সেভ করতে পারবেন।
সফটওয়্যারটির পরিচয়ঃ
নামঃ RenderSoft CamStudio
ভারসনঃ 2.0

সফটওয়্যারটি দেখতে যেমনঃ



এই সফটওয়্যারটি দিয়ে স্ক্রীন রেকর্ড করার পর আপনারা .avi ফরমেটে সেভ করতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেনঃ
১. সফটওয়্যারটি চালু করুন।
২. এবার Region মেনু থেকে Full Screen এ ক্লীক করুন।
৩. রেকর্ড করার জন্য রেকর্ড বাটনে বা File => Record এ ক্লীক করুন।
৪. Stop করতে Stop বাটনে বা File => Stop এ ক্লীক করুন।
৫. Stop করে ফাইলটি সেভ করুন।

ভিডিও ফরমেট ভাল করতে চাইলে Options => Video Options এ ক্লীক করে Quality 100 করে দিন।

ডাউনলোড

গুগল সার্চ ব্যবহার করে খুজে বের করুন যে কোন সফটয়্যার’রে সিরিয়াল কী !!!



নেট থেকে ফ্রি সফটয়্যার ডাউনলোড করে অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু সে গুলো বেশীর ভাগ সময় ট্রায়াল ভার্শন থাকে। নিদিষ্ট সময় শেষ হবার পর ডাউনলোড করা সফটয়্যার’টি এক্টিভেট রাখার জন্য সিরিয়াল কী’র প্রয়োজন হয়। পড়তে হয় মহা জামেলায়।
এবার গুগল সার্চ ইন্জিন ব্যবহার করে আপনি সহজেই খুজে বের করতে পারবেন আপনার ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সফটয়্যার’টির crack, Serial No, Keygen, Patch…. ইত্যাদি।
গুগল ব্যবহার করে সিরিয়াল কী খুজে বের করতে প্রথমে গুগল.কম এর সার্চে যান।
তারপর সার্চ বক্সে 94fbr টাইপ করে স্পেস দিন এবং আপনি যে সফটয়্যারের সিরিয়াল কী খুজতে চান তার নাম এবং ভার্শন লিখে এন্টার দিন।
তারপর দেখতে পাবেন আপনার কাঙ্খিত সফটয়্যারের সিরিয়াল কী জন্য কিছু সাইটের সরাসরি লিঙ্ক যেখান থেকে আপনি সিরিয়াল কী সংগ্রহ করতে পারবেন।

উদাহরন স্বরূপ :

goto google, type like this–>
94fbr kaspersky
94fbr nero
94fbr winrar
94fbr avast
94fbr adobe photoshop
etc

এক ক্লিকে ডিভিডি কনভার্ট করুন পোর্টেবল সফটওয়্যার দিয়ে

অনেকেই কম্পিউটারে ডিভিডি থেকে মুভি দেখে থাকেন কিন্তু ডিভিডি থেকে কোন মুভি বা ভিডিও কম্পিউটারে কপি করে রাখতে গেলেই প্যাচ লাগে। এখন ডিভিডি ডিস্ক থেকে মুভি/ভিডিও কপি করে আপনার কম্পিউটারে রাখতে ব্যাবহার করতে পারেন 1CLICK DVD Converter, এই সফটওয়্যার দ্বারা আপনি সহজেই ডিভিডি থেকে ভিডিও ফাইলগুলো পছন্দমত ফরমেটে কনভার্ট করে আপনার কম্পিউটারে সংরক্ষন করতে পারবেন।
প্রোর্টেবল সফটওয়্যার’টি ডাউনলোড করার পর আপনার ডিভিডি ড্রাইভে ডিস্ক প্রবেশ করে প্রোর্টেবল সফওয়্যার’টি যেখানে রেখেছেন সেখান থেকে চালু করুন তারপর অটো একটি সেটিং সিলেক্ট হবে আপনি চাইলে ইচ্ছেমত সেটিং নির্বাচন করতে পারবেন।
সফটওয়্যার থেকে অপশনে ক্লিক করে রেজুলেশন, সোর্স, কোয়ালিটি, কোথায় সেভ হবে সেটি দেখিয়ে দিন।
তারপর সেইভ > স্ট্যাট …. ডিভিডি থেকে ভিডিও ফাইল’টি .MP4 ফরমেটে আপনার কম্পিউটারে জমা হবে।
MediaFile Link:  1CLICK DVD Converter 2.1.7.3 Portable | 10 Mb
সমস্যা হলে ইউজার গাইড দেখতে পারেন : User Guide

ফেসবুক ফ্রেন্ড লিস্ট ব্যাকআপে রাখুন সহজ একটি এ্যাপ্লিকেশন দ্বারা


বিনা কারনে অনেকের ফেসবুক প্রোফাইল ব্লক করে দিচ্ছে ফেসবুক কর্তপক্ষ। যার ফলে ফেসবুকের অনেক বন্ধুদের হারাতে হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে এক্ষুনি আপনার ফেসবুক প্রোফাইলের সকল বন্ধুদের লিস্ট ব্যাকআপে রাখার দারুন একটি এ্যাপ্লিকেশন হলো Friends Locker
প্রথমে ফেসবুকে লগইন করে এ্যাপ্লিকেশনে কানেক্টিং হউন। এ্যাপ্লিকেশনের পেজ থেকে Backup Now ট্যাব থেকে আপনার ই-মেইল একাউন্ট দ্বারা রেজিষ্টেশন করে ফ্রেন্ডলিস্ট ব্যাকআপে নিন।
ব্যাকআপ লিঙ্ক দেখার জন‌্য ই-মেইল এ্যাডেস এবং পাসওয়ার্ড দ্বারা লগইন করুন। আপনার অন্য প্রোফাইল থেকেও মেইল আইডি এবং পাসওযার্ড দ্বারা লগইন করে আপনার ‌ব্যাকআপ লিস্ট দেখতে পারবেন চাইলে সেই প্রোফাইল থেকে ফ্রেন্ড এড করতে পারবেন।
দারুন এই ফেসবুক এ্যাপ্লিকেশন’টি তৈরী করেছে দেশীয় প্রতিষ্ঠান BD Web Solutions।

Facebook Apps:

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০১০

গুগলে তথ্য খুঁজুন সহজে

জনপ্রিয়সার্চ ইঞ্জিন গুগলেব্যবহারকারীরা নানা ধরনের তথ্যখুঁজে থাকেন। তথ্যখোঁজার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে সহজে কাঙ্খিত তথ্য পাওয়া সম্ভব।
 আপনার ওয়েবপেজ বা ব্লগের সঙ্গে আর কোন কোন লিংক যুক্ত আছে সেগুলো জানার জন্য আপনার ওয়েবপেজ বা ব্লগের নামের আগে link: লিখে গুগলে সার্চ করুন। যেমন: link:http://www.prothom-alo.com
 কোনো শব্দের সংজ্ঞা বা অর্থ জানার জন্য ওই শব্দের আগে define লিখে গুগলে সার্চ করুন। শব্দের সংজ্ঞা জানতে পারবেন। যেমন: blog-এর সংজ্ঞা জানার জন্য define blog লিখে সার্চ করুন।
 কোনো কিছু লিখে গুগলে সার্চ করে শুধু pdf ফাইলে ফলাফল দেখার জন্য ওই শব্দটির পর filetype:pdf লিখে সার্চ করুন। যেমন: blog filetype:pdf
 কোনো অঞ্চলের আবহাওয়ার খবর জানার জন্য weather লিখে তার পাশে ওই অঞ্চলের নাম বা শহরের নাম লিখে গুগলে সার্চ করুন। ওই অঞ্চলের আবহাওয়ার খবর জানতে পারবেন। যেমন: weather Sylhet
 কোনো অঙ্ক বা হিসাবের ফলাফল জানার জন্য ওই সংখ্যাগুলো লিখে গুগলে সার্চ করুন। ফলাফল চলে আসবে। যেমন: ১০০+২০০ লিখে সার্চ করলে ফলাফল আসবে ৩০০।

সোমবার, ২২ নভেম্বর, ২০১০

এডভান্সড অফিস রিপেয়ার ১.৫

মাইক্রোসফট অফিসের একটি ভয়ানক সমস্যা হচ্ছে এর বিভিন্ন মাঝে মাঝেই কোন কারন ছাড়া করাপ্টেড হয়ে যায় এবং তা আর কোনভাবেই ওপেন করা সম্ভব হয় না। এভাবে কতোজনের যে কত সমস্যায় পড়তে হয় তার কোন ইয়াত্তা নেই। এবারে তাই আপনাদের খোজ দিব এমন একটি সফটওয়ারের যেটি দিয়ে আপনার নষ্ট হয়ে যাওয়া ওয়ার্ড,এক্সেস,এক্সেল কিংবা আউটলুক ফাইল ঠিক করে ফেলা সম্ভব।
খুবই সহজ এটি ব্যবহার করা।সফটওয়ারটি ওপেন করুন,যে ধরনের ফাইল মেরামত করতে চান তা নির্বাচন করুন,নষ্ট হয়ে যাওয়া ফাইলটা দেখিয়ে দিন,আউটপুট ফাইলের নাম আর লোকেশন ঠিক করুন।এবারে স্টার্ট রিপেয়ারে ক্লিক করুন।কাজ শেষ হলে কনফার্মেশন দেখাবে।এটি যে যে ধরনের ফাইল সাপোর্ট করে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি-
>> Microsoft Access 95, 97, 2000, XP, 2003 and 2007 databases.
>> Microsoft Excel xls and xlw files in Excel version 3, 4, 5, 95, 97, 2000, XP, 2003 formats.
>> Microsoft Word 6.0, 95, 97, 2000, XP, 2003 documents.
>> Microsoft Outlook 97, 98, 2000, 2002, 2003 and 2007 data files.
>> Microsoft Outlook Express 4 mbx files and Outlook Express 5/6 dbx files.
ডাউনলোড

ওপেন অফিস-ডাউনলোড

ওয়ার্ড, স্পেডশীট, প্রেজেন্টেশন-এভাবে কোনো না কোনো ভাবে অফিসে সফটওয়্যার আপনার লাগবেই এই কথা নিঃসন্দেহে বলা যায়। আর এক্ষেত্রে মাইক্রোসফট অফিসের উপর অন্ধ বিশ্বাস আমাদের। এর যে অন্য কোনো বিকল্প থাকতে পারে, একথাটাই কারো মাথায় আসে না কখনো। তাই আজ মাইক্রোসফট অফিস না, আপনাদের চেনাব অন্য আরেকটি অফিস সফটওয়্যার। অবশ্য যারা লিনাক্স/উবুন্টু ব্যবহার করে থাকেন তারা নিশ্চয়ই বঝে গেছেন আমি কোন সফটওয়ারের কথা বলছি। হ্যা পাঠক ওপেন সোর্স সফটওয়ার ওপেন অফিসের কথাই বঝাচ্ছি আমি। এটি নিঃসন্দেহে স্বয়ংসম্পূর্ণ একটি অফিস সফটওয়্যার। এতে রয়েছে রাইটার, যা একটি ওয়ার্ড প্রসেসর, আছে ক্যালক, যেটি স্প্রেডশীট, প্রেজেন্টেশনের জন ইমপ্রেস ও ডায়াগ্রামের জন্য ড্র টুলস। রাইটার অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তবে বলার মতো ফিচার হচ্ছে আপনি যখন কোনো ওয়ার্ড লিখবেন তখনি এটি আন্দাজ করে আপনাকে পরবর্তী শব্দটি কি হতে পারে তা দেখায়। চিন্তাধারা মিলে গেলে শুধু এন্টার চাপুন। এছাড়া অন্য সব অপশনই ওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর ক্যালক টুলসটি এক্সেলের মতোই। ব্যবহার করতে তেমন কোনো সমস্যা হবার কথা না আপনার। এখানেও রয়েছে রাইটারের মতো অটোকম্পাবিলিটি অপশন। তবে চার্ট-এর গ্রাফ অপশনগুলো এক্সেলের মতো সমৃদ্ধ নয়। ইমপ্রেস টুলসটিও পাওয়ার পয়েন্টের মতোই প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত হয়। এর সর্বশেষ ভার্সন ৩.৩.০।
ঠিকানাঃ http://www.openoffice.org/

মাইক্রোসফট অফিসে ওপেন অফিসের ফাইল চালাবেন যেভাবে

অফিসের কাজের জন্য মুক্ত সফটওয়ার ওপেন অফিসে বিভিন্ন ফরম্যাটে ওয়ার্ড ফাইল সেভ করার অপশন থাকলেও এর ডিফল্ট হিসেবে থাকে .odf ফরম্যাট যা কিনা মাইক্রোসফট অফিস দিয়ে ওপেন করা যায় না। তারমানে দাড়াচ্ছে আপনি যদি কোন কাজে কোন সোর্স থেকে ওপেন অফিসে তৈরি ফাইল এই ফরম্যাটে পেয়ে থাকেন তাহলে আপনার মাইক্রোসফট অফিস উক্ত ফাইলকে ওপেন করতে ব্যর্থ।
এখন কথা হচ্ছে এর কি কোন সমধান আছে? হ্যা পাঠক অবশ্যই আছে। একটি প্লাগইন ব্যবহার করলেই ওপেন অফিসের ফাইলগুলো যেমন মাইক্রোসফট অফিসে চলবে তেমনই মাইক্রোসফট অফিস থেকে ওপেন অফিসের ফরম্যাটে ফাইলগুলো সংরক্ষণ করা যাবে। প্লাগইনটি www.sun.com/software/star/odf_plugin/get.jsp থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ডাউনলোড করা যাবে।

এই প্লাগ ইনটি মাইক্রোসফট অফিস ২০০০,এক্সপি,২০০৩ এবং ২০০৭ ভার্সনের সাথে কম্পাটিবল।আর উইন্ডোজ এক্সপি,ভিসতা বা সেভেন যেকনো অপারেটিং সিস্টেমেই রান করবে এটি।

সিডি/ডিভিডি রাইটার কিভাবে কাজ করে

সিডি/ডিভিডি রাইটার এখন পিসির খুবই সাধারণ এক কম্পোনেন্ট। একটি সাধারণ সিডিতে প্রায় ৫ কি. মি. লম্বা ৫ মাইক্রণ ব্যাসের প্রতিফলক পর্দা থাকে যেখানে ডাটা সংরক্ষিত থাকে। সব তথ্যই ০ ও ১-এর মাধ্যমে উপস্থাপিত হয়। এই ডাটা পড়ার জন্য লেজার লাইট থাকে। এটি প্রতিফলক পর্দার উপর ফেলা হয়। সমতল হলে ১ ও অসমান হলে ০ এই নীতিতে লেজার ডাটা রীড করে। এই ডাটা রীড শুরু হয় সিডির কেন্দ্র থেকে।

এটি ছিল প্রথমত সিডিতে ডাটা রাখার প্রযুক্তি। কিন্তু সহজে ডাটা রাইট করার স্বার্থে নতুন প্রযুক্তির ব্লাংক সিডি উদ্ভাবিত হয়, বর্তমানে যা আমরা ব্যবহার করি। এতে কয়েকটি স্তর থাকে। প্রধানত উপরের স্তরকে ডাই বলে এবং নিচেরটিকে প্রতিফলক ধাতব স্তর। ব্ল্যাংক সিডিতে আলো এ ডাই ভেদ করে প্রতিফলক স্তরে পৌঁছাতে পারে। কিন্তু যখন একটি নির্দিষ্ট তরঙ্গের ঘনীভূত লাইট দিয়ে ডাইকে গরম করা হয় তখন এটি অস্বচ্ছ হয়ে যায় এবং তখন একে আলো ভেদ করতে পারে না । এভাবে স্বচ্ছ ও অস্বচ্ছতার ভিত্তিতে ০ ও ১ এর সংমিশ্রণে সিডিতে ডিজিটাল ডাটা সংরক্ষণ করা সম্ভব হয়।

আর সিডি রাইটারের গঠন প্রায় সিডি ড্রাইভের মতোই। রীডারের মতোই এতে লেজার লাইট থাকে ডাটা রাইট করার জন্য। লেজারের রাইটার স্বয়ংক্রিয় নিয়মে অন বা অফ করে ০ ও ১-এর সমন্বয়ে ডাটা রাইট করা হয়। অস্বচ্ছ দিয়ে ০ এবং স্বচ্ছ দিয়ে ১ চিহ্নিত করা হয়।

টিপস – উইন্ডোজ সেভেনে হিডেন ড্রাইভ দেখতে চাইলে

উইন্ডোজ সেভেনে সাধারনত খালি হার্ডড্রাইভ বা ব্ল্যাংক সিডি/ডিভিডি ড্রাইভকে দেখা যায় না।উইন্ডোজ নিজে থেকেই এগুলাকে হাইড করে রাখে।এই সমস্যার সমাধান করতে চাইলে
>> প্রথমে ফোল্ডার অপশনে গিয়ে ভিউ ট্যাবে যান।
>> সেখান থেকে Hide empty drives in the Computer folder এ টিক চিহ্ন দিয়ে ওকে করুন।

রবিবার, ২১ নভেম্বর, ২০১০

উইন্ডোজ ৭ কম্পাটিবিলিটি অপশনের ব্যবহার

একটা কথা জানেন কি? প্রযুক্তি বোদ্ধাদের অনেক তালিকাতেই উইন্ডোজ ভিসতা সবার উপরে অবস্থান করছে। তবে ভালো পন্যের তালিকাতে নয়, সবচেয়ে বাজে পণ্যের তালিকাতে! আর কেন উইন্ডোজ ভিসতা বাজে এই উত্তরটা আমরা সবাইই জানি। তা হচ্ছে হার্ডওয়ার এবং বিভিন্ন সফটওয়ারের সাথে এর কাজ না করার ক্ষমতা। ভিসতা কিভাবে এতোটা আনকম্পাটিবল হলো তার কোনো সন্তোষজনক জবাব আজো মাইক্রোসফট দিতে পারেনি। তারপরো উইন্ডোজ ৭ নিয়ে বরাবরাই মাইক্রোসফট বড় বড় কথা বলে এসেছে। আর এই বড় কথাগুলার মধ্যে বড় স্থান দখল করে আছে কম্পাটিবিলিটি নিয়ে কথা। মাইক্রোসফট বলছে হালের সব সফটওয়ার ও হার্ডওয়ার তো কম্পাটিবল হবেই সাথে সাথে আগের সফটওয়ার ও হার্ডওয়ার চালাবার জন্যও বিশেষ পন্থা রাখা হয়েছে উইন্ডোজ ৭-এ। যদিও এসব কথা আপাতদৃষ্টিতে বাস্তবতার মুখ দেখেছে বলেই মনে হচ্ছে তবু এক্সপির তুলনায় এখনো বেশ খানিকটা পিছিয়ে আছে সেভেন। সেভেনে কম্পাটিবিলিটির জন্য মাইক্রোসফট সূচনা করেছে সম্পূর্ণ নতুন সিস্টেম ‘এক্সপি মোড’। এর মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ় সেভেনের ভেতরেই উইন্ডোজ এক্সপি চালাতে পারবেন। এখন আপনাদের পরিচয় করিয়ে দিব উইন্ডোজ সেভেনের কম্পাটিবিলিটি অপশনের সাথে এবং শিখাব এর যথার্থ ব্যবহারের কলাকৌশল।
কম্পাটিবিলিটি কি?
2010-09-19_150711উইন্ডোজ ৭ এখনো নতুন একটি অপারেটিং সিস্টেম। কিন্তু আপনি যেই পিসি ব্যবহার করেন তার হার্ডওয়ারগুলাতো আর নতুন না। সেগুলা যখন নির্মাতা প্রতিষ্ঠান বানিয়ে বাজা্রজাত করে তখন নিশ্চয়ই তারা সেভেনের কথা মাথায় রাখেনি,তাই না? সফটওয়ারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বর্তমান জমানার আমাদের ব্যবহার্য সবকিছুই বানানো হয়েছে এক্সপি কিংবা কিছুক্ষেত্রে ভিসতাকে মাথায় রেখে। তাহলে? এই সবকিছু উইন্ডোজ ৭ এ ঠিকমতো চলবে তো? কেননা নতুন অপারেটিং সিস্টেম মানেই নতুন কিছু,আর যেহেতু সেভেনের কার্নাল আগের সব অপারেটিং সিস্টেমের চেয়ে আলাদা তখন কি হবে? এইসব কিছু মাথায় নিয়েই মাইক্রোসফট উইন্ডোজ ৭ এ কম্পাটিবিলিটি ইস্যুটি নিয়ে শুরু থেকেই কাজ করে গেছে। কম্পাটিবিলিটি মানে হচ্ছে এক অপারেটিং সিস্টেমের জন্য বানানো সফটওয়ার বা হার্ডওয়ার আরেক অপারেটিং সিস্টেমে চলার ব্যাপারটা। যদিও ভিসতাতেও এই সিস্টেম ছিল কিন্তু তা কতটুকু কাজে এসেছে তা আমরা সবাইই জানি। তবে আশার কথা হচ্ছে সেভেনে তেমনটা হয়নি। এখন পর্যন্ত বিভিন্ন হার্ডওয়ার ও সফটওয়ার সেভেনের সাথে ভালোভাবেই কাজ করছে। বিশেষত পিসির বেশিরভাব হার্ডওয়ারের জন্য উইন্ডোজ ৭ এর ডিফল্ট ড্রাইভারই যথেষ্ঠ ভালো পারফরম্যান্স প্রদানে সক্ষম।
এবার আপনাদের বলবো বিভিন্ন সফটওয়ারের জন্য কম্পাটিবিলিটি অপশন কিভাবে ব্যবহার করবো সেটি।প্রথমেই বিবেচনা করি আপনার কোনো সফটওয়ার ইন্সটল হতে চাচ্ছে না।তখন কি করবেন?
>> প্রথমে সেটাপ ফাইলে রাইট ক্লিক করে ট্রাবলশ্যুট কম্পাটিবিলিটি সিলেক্ট করুন।
উইন্ডোজ সেভেন  কম্পাটিবিলিটি
>> উইন্ডোজ নিজে নিজেই সফটওয়ারটির সমস্যা খুজে বের করার চেস্টা করবে।
>> এরপর উইন্ডোজ আপনাকে দুইটা অপশন দেখাবে।ট্রাই রিকমান্ডেড সেটিংস এবং ট্রাবলশ্যুট প্রোগ্রাম।
>> ঝামেলা এড়াতে চাইলে প্রথমটি নির্বাচন করে উইন্ডোজই সেই প্রোগ্রামের জন্য সম্ভাব্য সঠিক সেটিংস নির্বাচন করে সেটিকে রান করাবে।এজন্য আপনাকে স্টার্ট দা প্রোগ্রামে ক্লিক করতে হবে।আর উপরে আপনি দেখতে পাবেন কোন সেটিংস এপ্লাই করা হচ্ছে।এক্ষেত্রে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর সেটিংস নির্বাচন করেছে উইন্ডোজ।
উইন্ডোজ সেভেন  কম্পাটিবিলিটি
>> নেক্সটে ক্লিক করে চাইলে সবসময়ের জন্য এই সেটিংটি সংশ্লিস্ট প্রোগ্রামের জন্য সিলেক্ট করে রাখতে পারেন।
>> তবে ঝামেলা হলেও আমার পর্যবেক্ষণ হচ্ছে এইভাবে কাজ চালানোর চেয়ে ট্রাবলশ্যুট প্রোগ্রাম নির্বাচন করাটাই পরবর্তীতে ভালো ফল বয়ে আনে।
>> ট্রাবলশ্যুট প্রোগ্রাম-এ ক্লিক করলে পরের মেনুতে জানতে চাওয়া হবে আপনার কি সমস্যা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমটিই আপনি টিক দিবেন যেটিতে বলা হচ্ছে আগের উইন্ডোজ ভার্সনে এটি চলতো কিন্তু সেভেনে চলছে না। নেক্সটে যান।
উইন্ডোজ সেভেন  কম্পাটিবিলিটি
>> এবার জানতে চাওয়া হবে কোন উইন্ডোজে এটি চলতো।স্বস্তির কথা হচ্ছে উইন্ডোজ ৯৫ থেকে শুরু করে ভিসতার সার্ভিস প্যাক ২ বা এক্সপিসার্ভিস প্যাক ৩ সবই পাবেন তালিকায়।দরকারিটি টিক দিন।না জানলে কি করবেন?যদিও আই ডন্ট নো অপশনও রাখা হয়েছে তবে আমি বলব এক্সপি সার্ভিস প্যাক ২ নির্বাচন করে নেক্সটে যেতে।বৃথা যাবে না আপনার পরিশ্রম।
>> এবারে আগের মতোই।প্রোগ্রাম স্টার্ট করুন ও সেটিংস সেভ করে রাখুন।
এই পন্থাতো মূলত ইন্সটলের সময়ে কাজে লাগানোর জন্য।আর ইন্সটলের পর?বিশেষত গেমারদের কাজে লাগবে এমন পন্থা বলছি এখন।হয়তো অনেকেই এটি জানেন কিন্তু যারা জানেন না তাদের তো জানাতে হবে! সেকথাই বলবো এবার।
>> এপ্লিকেশন বা গেমের রান করার .exe ফাইলে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান।
>> কম্পাটিবিলিটি ট্যাব সিলেক্ট করুন।
>> কমাটিবিলিটি মোড থেকে ‘রান দিস প্রোগ্রাম ইন কম্পাটিবিলিটি মোড ফর’ বক্সটি চেক করে কম্পাটিবল অপারেটিং সিস্টেম নির্বাচন করে দিন।
উইন্ডোজ সেভেন  কম্পাটিবিলিটি
>> তবে যদি এপ্লিকেশনটি বেশি পুরানো হয় তাহলে আপনাকে নিচের অপশনগুলাও বুঝেশুনে টিক দিয়ে নিতে হবে,নইলে চালাতে পারবেন না।
উইন্ডোজ সেভেন  কম্পাটিবিলিটি

কম্পিউটারের জন্য অত্যাবশ্যাকীয় দরকারী কিছু জটিল সফটওয়্যার! যেমন- অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার,এন্টি ভাইরাস,গ্রাফিক্স-ফটোশপ,মেসেঞ্জার ইত্যাদি জট্টিল সব সফটওয়্যার!

আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তারা কম-বেশী কিছু কমন সফটওয়্যার ব্যাবহার করি। বিশেষ করি। যেমন- অডিও প্লেয়ার,ভিডিও প্লেয়ার,ইয়াহু মেসেঞ্জার,জিমেইল স্কাইপে,গ্রাফিক্স ও ফটোশপ সফটওয়্যার,এনিমেটেড সফটওয়্যার,বিভিন্ন ধরণের সিস্টেম ইউটিলাইজার,সিস্টেম ক্লীনার,র‌্যাম স্পীডার, পিসি স্পীডার,গেম স্পীডার,ডাউনলোড ম্যানেজার,মোবাইল কনভার্টার,কম্পিউটার এন্টিভাইরাস (ক্যাসপারস্কী,এভাস্ট,নর্টন,কোবরা,পিসি কোল্ট,পান্ডা ইত্যাদি) সমূহ।
এ সমস্ত সফটওয়্যারগুলো আপনি যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে যান, তাহলে বুঝতে পারবেন যে সঠিক লিঙ্ক পাওয়া কতটা কষ্টকর। আপনি শুধু পেজ বাই পেজ সার্চ করতে থাকবেন। কিন্তু প্রয়োজনীয় লিঙ্কটি সহজে খুজে পাবেন না। যদিও পান, তাও আবার ফাইল শেয়ারিং সাইট। তার মানে নো রিজম সাপোর্টেড। আর সেই লক্ষ্যে আমার এই পোষ্ট। এখানে আপনাদের জন্য সেসব প্রয়োজনীয় ডাউনলোড লিঙ্ক+রিজম সাপোর্ট যুক্ত কন্টেন্ট সাইটের এড্রেস দিলাম।
Registry Booster v1.4 Full Version .zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [3360.97 Kb]
My Theme Creator Pro v2.26.zip(মোবাইন থিম)
Download [5620.96 Kb]
Symantec Endpoint Protection 11 32 bit.rar(এন্টিভাইরাস)
Download [58890.06 Kb]
SmartMovieConverterv4.15Keygen.rar(কনভার্টার)
Download [846.94 Kb]
Format Factory 1.80.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [14801.56 Kb]
21 Boottabe Disk.rar(সিস্টেম ইউটিলাইজার)
Download [30006.03 Kb]
Adobe Photoshop CS4 Full.rar(গ্রাফিক্স সফটওয়্যার)
Download [64100.89 Kb]
Atomix Virtual DJ 6.0.3.rar(অডিও ডিজে মেকার)
Download [30366.61 Kb]
Avast Antivirus 4.8 Full Plus Seriall.rar(এন্টিভাইরাস)
Download [38020.57 Kb]
DFX Audio Enhance 9.208.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [18867.2 Kb]
Realtek High Definition Audio Drivers.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [32631.57 Kb]
Realtek High Definition Audio Drivers Xp.rar
Download [24576.64 Kb]
Window Seven Transformation Pack 4.0.rar(কম্পিউটারে উইন্ডোজ সেভেন থিম)
Download [26950.3 Kb]
Adobe Audition.zip(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [37792.27 Kb]
Adobe Reader.zip(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [16309.85 Kb]
Animated Banner Maker For Gif V1.zip(এনিমেশন সফটওয়্যার)
Download [6364.71 Kb]
Cursor Xp Plus And Themes.zip
Download [23872.24 Kb]
Batch Image Resizer.zip(গ্রাফিক্স সফটওয়্যার)
Download [817.61 Kb]
VLCMedia Player-1.0.zip(ভিডিও প্লেয়ার)
Download [17564.03 K
4U Download YouTube Video v2 1 .0.2.rar
Download [6365.78 Kb]
ACD5ee.Pro2.25.363.rar(গ্রাফিক্স সফটওয়্যার)
Download [36319.17 Kb]
Apex iPod Video Converter v5.7 ziadmosaan.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [9819.37 Kb]
Audio.CD.Grabber.Gold.v7.4.0.1.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [8776.91 Kb]
Audio Edit Magic 9.2.20 Build 821.rar
Download [7791.74 Kb]
AVG Antivirus Professional 9.0.707 Build 1765.rar(এন্টিভাইরাস)
Download [95750.8 Kb]
CyberLink.PowerCinema.6.0.3316.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [118530.83 Kb]
DivX Pro v7.2.0 Build 10.3.4.15.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [23961.74 Kb]
Dicsoft MKV Video Converter v3.6.1.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [5495.65 Kb]
FastPictureViewer10119.rar(গ্রাফিক্স সফটওয়্যার)
Download [8367.77 Kb]
FolderLock6 3 1inclser.rar(সিস্টেম ইউটিলাইজার)
Download [3006.81 Kb]
DVD Cutter 4.1.rar
Download [5853.65 Kb]
yahoo 20 mic 20lock.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [1049.05 Kb]
Joboshare Mobile Phone Video Converter .rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [6505.42 Kb]
FotoSketcher.1.85.rar(সিস্টেম ইউটিলাইজার)
Download [5831.61 Kb]
Kaspersky Anti-Virus 2010 Offline Update 2009-11-07.rar(এন্টিভাইরাস)
Download [54606.49 Kb]
Magic.Memory.Optimizer.v8.1.1.343.rar(সিস্টেম ইউটিলাইজার)
Download [1743.92 Kb]
Magix.Music.Maker.Premium.v16.0.0.30.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [188225.91 Kb]
Moyea FLV Editor Pro-3.1.14.0.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [9171 Kb]
Muvee.Reveal.v7.0.39.8123.2014.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [89714.18 Kb]
Nokia.PC.Suite.v7.1.40.1.FINAL.rar(নোকিয়া পিসি মডেম)
Download [32957.39 Kb]
Norton Ghost 14.0.rar(এন্টিভাইরাস)
Download [91452.99 Kb]
Norton Antivirus 2010 v17.1.0.19.rar(এন্টিভাইরাস)
Download [92944.9 Kb]
Norton Internet Security 2010 v17.1.0.19.rar
Download [120100.55 Kb]
Panda Antivirus Pro 2010 9.01.00.rar(এন্টিভাইরাস)
Download [56044.89 Kb]
OJOsoft.MKV.Converter.v2.6.3.0304.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [10066.51 Kb]
Portable Adobe Dreamweaver CS3.rar(গ্রাফিক্স সফটওয়্যার)
Download [70642.51 Kb]
Portable Beauty Studio 1.47.rar(গ্রাফিক্স সফটওয়্যার)
Download [4099.14 Kb]
Power DVD Rip Studio v1.1.7.110 Serial.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [5518.41 Kb]
Recover Lost Data v3.1.rar(সিস্টেম ইউটিলাইজার)
Download [6004.96 Kb]
Sony Ericsson Themes Creator v4.08.b16.rar
Download [14151.92 Kb]
Video Edit Magic 4.4 Cracked.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [14132.04 Kb]
TypingMaster Pro 7.0.1.792.rar(টাইপিং শিখুন)
Download [8696.47 Kb]
Vista Original Sidebar Installation into xp sh.rar
Download [6107.88 Kb]
VideoCharge.Studio.1.1.1.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [25949.33 Kb]
Winamp.Professional.v5.5.6.2512.rar(অডিও-ভিডিও প্লেয়ার )
Download [14180.7 Kb]
Xilisoft.Video.Editor.v1.0.34.1113.rar(অডিও-ভিডিও প্লেয়ার এন্ড কনভার্টার)
Download [10638.55 Kb]
YouTubeGet.v5.2.9.WinAll.Regged.CRD.rar
Download [6466.26 Kb]
Zoom Player Home Professional v7.00 Portable.rar(অডিও-ভিডিও প্লেয়ার )
Download [63175.96 Kb]
Avg75free472a1024.zip(এন্টিভাইরাস)
Download [22184.01 Kb]
Er.Repair.Pro.408 destiny.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [1264.62 Kb]
Dbpoweramp-Music-Converter-00.zip(অডিও কনভার্টার)
Download [4887.38 Kb]
Folder-Options-Recovery-Show-0All-Files.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [1.71 Kb]
Flash-Renamer-V6-2003-Winall.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [2636.28 Kb]
Google-Earth-Bzxd.zip
Download [13068.35 Kb]
Gamemagic-0V1-0.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [676.06 Kb]
Googletalk-setup.zip(গুগল মেসেঞ্জার)
Download [1548.36 Kb]
jawa-6u16-windows-i586.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [14200.87 Kb]
Install-Flash-Player.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [1847.35 Kb]
K-lite codec pack510full.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [11947.96 Kb]
Icon maker.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [1594.85 Kb]
Mp3gain-win-full-1-.zip(অডিও-ভিডিও প্লেয়ার )
Download [1918.82 Kb]
MakeupGuide-English-Lite.zip(গ্রাফিক্স সফটওয়্যার)
Download [2412.84 Kb]
Mp3-Sound-Cutter.zip(অডিও কনভার্টার)
Download [886.69 Kb]
Nero software –2015.zip(সিডি রাইটিং সফটওয়্যার)
Download [72561.72 Kb]
Opera-201010-Int-B1-Setup.zip(ওয়েব ব্রাউজার)
Download [10280.59 Kb]
Mp4-Converter-(china).zip(ভিডিও কনভার্টার)
Download [1468.53 Kb]
Partition-Magic-08.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [25744.39 Kb]
Proshow-Gold-2.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [11563.93 Kb]
Oxford-20Dictionary.zip(অক্সফোর্ড ডিকশনারী)
Download [4362.01 Kb]
Studio-0V5-Logo Maker-03.0.zip
Download [182582.3 Kb]
Smart–Movie-Converter-Setup.zip(অডিও-ভিডিও  কনভার্টার)
Download [1385.94 Kb]
Tottal-Video-Convertor-Ful-With-0Key.zip(অডিও-ভিডিও কনভার্টার)
Download [9026.57 Kb]
Ulead-Video Studio11-Plus.zip
Download [143753.64 Kb]
Vista-Transformation-Pack.zip
Download [135985.28 Kb]
Virtual girl 2.zip
Download [7736.46 Kb]
Winamp5.zip(অডিও- প্লেয়ার )
Download [6169.41 Kb]
Yahoo msgr1000Us.zip
Download [15788.11 Kb]
Ashampoo.UnInstaller.v4.030Full.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [14265.86 Kb]
Supersetup2008Build2025.zip(সিস্টেম ইউটিলাইজার)
Download [26936.5 Kb]
Iskysoft-Video-Converter-V-200.zip(অডিও-ভিডিও কনভার্টার))
Download [9794.77 Kb]
Kompozer.zip
Download [7762.85 Kb]
Winrar3.zip (অডিও- প্লেয়ার )
Download [976.35 Kb]
Internet Download Manager 5(1).19 B.rar(ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার)
Download [3175.4 Kb]

এপেক্স ভিডিও কনভার্টার প্রো + কী্জেন ডাউনলোড করে নিন

আজকের সফটওয়্যার হল এপেক্স ভিডিও কনভার্টার প্রো। যার দাম ৳২৯.৮৮। ভার্সন ৭.৮। এই কনভার্টার আপনি খুব সহজেই ভিডিও ফাইল কনভার্টার করতে পারবেন।
Apex
কি ফিচারঃ

01. Convert video from AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to AVI, Divx, Xvid.

02. Convert video from AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to MPG, VCD, SVCD, DVD, MPEG1, MPEG2.

03. Convert video from AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to MOV.

04. Convert video from AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to RM/RMVB.

05. Convert video from AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to WMV/ASF.

06. Convert video from AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to iPod, PSP, MP4.

07. Convert video from AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to Flash FLV, Flash SWF

08. Convert video from AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to MP3, WMA, WAV Audio

ডাউনলোড করুন এখান থেকে

পাসওয়ার্ডঃ shawan

DVD, VCD, CD, MP3 ইত্যাদি ডিস্ক তৈরি

আমরা অনেকেই DVD, VCD, CD, MP3 ইত্যাদি ডিস্ক তৈরি করতে গিয়ে মাঝে মধ্যে সমস্যায় পরি। তাই এই সফটওয়্যারটি আপনাদের জন্যে। এটি খুব সহজে ব্যবহার করা যায়। ফ্রী ডাউনলোড করে নিন। দয়াকরে নিচের পাসওয়ার্ড টি ব্যবহার করতে ভুল্বেন না। ৩০ দিনের মধ্যেই ডাউনলোড করতে হবে।


Picture
Password : [ FreeGarden.weebly.com ]
burnaware_free.exe 6.1 Mb
Download Now

রিংটোন ও অডিও গান ছোট করার কনভার্টার – এমপিথ্রি টু রিংটোন গোল্ড

Mp3 to ringtone gold 8.7
এই কনভারটার এর মাধমে আপনি বড় আকারের অডিও গানকে কনভার্ট করে অর্ধেক এরও কম করে ফেলতে পারবেন। এ ছাড়াও এটি দিয়ে এমপিথ্রি গানকে কনভার্ট করে এমপিথ্রি, মিডি সাউন্ড, ওয়েভ, এএমআর ইত্যাদি বানিয়ে মোবাইলে রিংটোন হিসেবেও সেট করতে পারবেন। অডিও সিডিকে রিপ করে এমপিথ্রি বানাতে পারবেন।
আর এর সবচেয়ে বড় ফিচার হচ্ছে, কনভার্ট করা গান ৪৮ কেবিপিএস হলেও অত্যান্ত জোড়ালো আওয়াজের হয়। যা কিনা সবার পছন্দের। যদি আপনি পূর্বে ব্যবহার না করে থাকেন, তবে আপনার জন্য ফরজ হবে এটি ফ্রি ডাউনলোড করে ব্যবহার করে যাচাই করে নেওয়ার জন্য।

নীচে ফাইলটির ডাউনলোড লিংক আপনাদের নিকট শেয়ার করলাম। ভাল লাগলে ধন্যবাদ এবং মন্দ লাগলেও ধন্যবাদ দেওয়ার জন্য অনরোধ করছি।

ডাউনলোড এমপিথ্রি টু রিংটোন গোল্ড ৮.৭ ফুল ভার্সন

DU METER-ইন্টারনেটের Speed দেখুন সবসময়

ডাউনলোড করে Install করে নিন। সাথে ক্র্যাক ফাইল দেওয়া আছে।

এখানে ক্লিক করে ডাউনলোড করুন

শনিবার, ২০ নভেম্বর, ২০১০

Mp3 ফরমেট এর গানের সাইজ কমিয়ে ফেলা।

অনেকেরই ইচ্ছা হয় যে কম মেগাবাইটে কীভাবে বেশী গান ঢুকানো যায়। কিন্তু এতদিন ধরে আমরা হয়ত ভেবে আসছি যে এটা সম্ভব নয়। এখন আমি আপনাদের একটা কাজের সফটওয়্যার এর সন্ধান দিব। এটার নাম হলো MP3 Converter। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা খুব সহজেই .mp3 এবং .wav ফরমেটের ফাইলের সাইজ কমাতে পারবেন। তাহলে আসুন বেশী কথা না বাড়িয়ে আল্লাহর নামে পোষ্টটি শুরু করি


যেভাবে ব্যবহার করবেনঃ

১. যেই গানটি কনভার্ট করবেন সেই গানটিতে রাইট বাটনে ক্লীক করে Convert to বাটনে ক্লীক করুন এবং Mp3 (Lame) এ ক্লীক করুন।
২. মেইনইউন্ডো আসলে Bit Rate কমিয়ে নিন।
৩. সব কিছু ডিফল্ট বা ঠিক রেখে Convert বাটনে ক্লীক করে আপনার গানটির সাইজ কমিয়ে নিন।
[বিঃদ্রঃ Save করার স্থান পরির্বতন করার জন্য Browse বাটনে ক্লীক করুন।]

যেসব বিটরেট ব্যবহার করলে গানটির কোয়ালিটি সুন্দর থাকবেঃ
১. Super = 320
২. High = 192
৩. Original = 128
৪. Good = 96
৫. Middle = 80
৬. Low = 56



ডাউনলোডের আগেই দেখে নিন ZIP বা RAR ফাইল এর মধ্যে কি আছে ?


আমরা যখন কোন ZIP বা RAR ফাইল ডাউনলোড করি তখন জানি না যে এর মধ্যে কি আছে। ডাউনলোড করার পর যদি ভিতরে কাঙ্ক্ষিত ফাইলটি না থাকে, তখন কেমন লাগে বলুনতো? নিশ্চয় আপনার এরকম অভিজ্ঞতা আছে। তখন হয়তোবা ভেবেছেন “ইশ, যদি আগেই দেখে নেয়ার কোন সুযোগ থাকতো”। যদি সেটি আকারে ছোট হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি অনেক বড় সাইজের ফাইল হয় তাহলে তো কথাই নেই। এখন থেকে আর চিন্তা নেই,ডাউনলোডের আগেই দেখে নিতে পারবেন কম্প্রেস করা ফাইলের মধ্যে কি আছে। এজন্য শুধু ArchView নামের ফায়ারফক্স এ্যাড-অন্সটি ইনস্টল করে নিন।


অনেক সময় দেখা যায় যে ভিতরে অপ্রয়োজনীয় কোন ফাইলও থাকে। সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় ফাইলটিও ডাউনলোড করা যাবে। এটি ZIP, RAR ও ISO ফরম্যাটের ফাইল সাপোর্ট করে।

মোবাইল ফোনের ব্যাকআপ রাখুন


আজকাল অনেকেই তাদের পরিচিত সবার নাম, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখেন। কিন্তু মোবাইল ফোন যেকোনো সময় চুরি বা ছিনতাই এমনকি হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনার সব গুরুত্বপূর্ণ নম্বর এবং তথ্যও হারিয়ে যাবে। আবার অনেক সময় অনেক কারণে মোবাইল সেট ফ্ল্যাশ করতে হয়। তখনো সব গুরুত্বপূর্ণ তথ্য মুছে যায়। এর একটি সমাধান হল কম্পিউটারে মোবাইল ফোনের ব্যাকআপ রাখা। কম্পিউটারে মোবাইল ফোনের ব্যাকআপ রাখার জন্য প্রথমে নকিয়া ফোনসেটের জন্য নকিয়া পিসি স্যুট সেটআপ দিন। http://www.nokia-asia.com/support/download-software/nokia-pc-suites/compatibility-and-download#download ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নকিয়া পিসি স্যুইট নামিয়ে নিন।
তারপর নকিয়া মোবাইল ফোনটি ডাটা কেবেলর সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। এখন Nokia PC Suite ওপেন করে Backup আইকনে ক্লিক করুন বা File থেকে Backup-এ ক্লিক করুন। পুনরায় আবার Backup বাটনে ক্লিক করলে আপনি কী কী ব্যাকআপ রাখতে চান সেগুলোর একটি লিস্ট আসবে। সেখান থেকে পছন্দমতো কয়েকটি বা সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Next-এ ক্লিক করুন। মোবাইল ফোনের ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে তার একটি লিংক আসবে।
এখন আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন কম্পিউটারে আপনার মোবাইল ফোনের ব্যাকআপ তৈরি হয়ে গেছে। মোবাইল ফোনের ব্যাকআপ কম্পিউটার থেকে আবার মোবাইলে রিস্টোর করার জন্য একইভাবে Nokia PC Suite খুলে Backup-এ ক্লিক করুন।
তারপর Restore বাটনে ক্লিক করে পরপর দুইবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন মোবাইল ফোনে সব তথ্য জমা হয়ে গেছে।

গ্রামীণ ফোন

গ্রামীণফোনের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করছেন? ফেয়ার ইউসেজ পলিসির খপ্পরে পড়েছেন তো? পড়তেও পারেন। ফেয়ার ইউসেজ পলিসির খপ্পরে পড়েননি, এমন কাউকে খুঁজে বের করা অনেক কঠিন! তাঁরা সেই অতি নগণ্য সংখ্যক ভাগ্যবানদের কাতারে পড়েন। কিন্তু বেশিরভাগের ভাগ্যই এমন হয় না। আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য ৯৭৭.৫০৳ দেওয়ার পর যদি কাউকে ৫ গিগাবাইটের লিমিটের ফাঁদে ফেলা হয়, তবে সেটা কারই বা ভালো লাগবে, বলুন? তবে হ্যাঁ, এটা থেকে বাঁচার উপায়ও আছে! কিন্তু সেটা কিভাবে? বলছি………

এই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সর্বপ্রথমেই আপনার ইন্টারনেট কানেকশনটি পোষ্ট-পেইড হতে হবে। প্রি-পেইডে হবে কি না, জানি না। কারণ, পোষ্ট-পেইডে পি২ কানেকশনের বিল প্রতিদিনেরটা প্রতিদিন কেটে নেওয়া হয়। অর্থাৎ, দিনে ৩৩+ সামথিং টাকা কেটে নেওয়া হয়। প্রি-পেইডে খুব সম্ভবতঃ মাসের শুরুতেই কেটে নেয়। আমি নিশ্চিত নই। কারণ, প্রি-পেইড ব্যবহার করা অনেক আগেই ছেড়ে দিয়েছি। তবে যদি প্রি-পেইডেও পোষ্ট-পেইডের মত করেই দিনের টাকা দিন কেটে নেয়, তবে এই কাঁঠাল ভাঙার কাজটি আপনি প্রি-পেইডেও করতে পারবেন। অন্যথায়, দুঃখিত। :(
যাকগে, যা বলছিলাম। সবার শুরুতেই দরকার একটি পোষ্ট-পেইড কানেকশন। আপনার ৫ গিগাবাইটের লিমিট অতিক্রম করার পর যখন স্পীডে লিমিটেশন বসানো হবে, তখন আপনাকে আপনার পি২ প্যাকেজটি নিষ্ক্রিয় করার জন্য এসএমএস পাঠাতে হবে। কিংবা *১১১*২*২*৩# ডায়াল করুন। মনে রাখবেন, আপনি যেদিন নিষ্ক্রিয় করার জন্যে রিকোয়েষ্ট পাঠাবেন, সেদিন রাত ১২টার কিছু সময় পর প্যাকেজটি নিষ্ক্রিয় হবে। এর আগে নয়। তার মানে এই দাঁড়ালো, আপনি যদি ২০ তারিখ রাত ১১:৩০ মিনিটে প্যাকেজ নিষ্ক্রিয় করার রিকোয়েষ্ট পাঠান, তবে সেটা সেদিন রাত ১২টার ৭-৮ মিনিট পর, অর্থাৎ প্রায় ৪০ মিনিট পর নিষ্ক্রিয় হবে। সোজা কথায়, আপনি যেদিন নিষ্ক্রিয় করতে চাইবেন, সেদিন রাত ১২টার পর নিষ্ক্রিয় হবে। তার আগে নয়।
তো, ইন্টারনেট নিষ্ক্রিয় হবার ঘন্টাখানেক পর P2 লিখে 5000 নাম্বারে এসএমএস করুন। ফিরতি এসএমএস পাওয়ার পর Y লিখে আবার 5000 নাম্বারে এসএমএস করুন। ২০ মিনিটের মাঝেই আপনার পি২, অর্থাৎ তথাকথিত আনলিমিটেড ইন্টারনেট কানেকশন আবার চালু হবে। এবার দেখুন তো, আগের মত কঠিন স্পীড পাচ্ছেন কি না! :D
বিঃদ্রঃ ৫ গিগাবাইট ব্যবহার করার পর স্পীডে লিমিট বসানো হলে আপনার কানেকশন স্পীড ২-৩ কিলোবাইট/সেকেন্ড এ নেমে আসবে। এবং সবসময় ৩ কিলোবাইট/সেকেন্ড এর নীচেই থাকবে। কক্ষণোই এর ওপরে উঠবে না।

৩টি প্রয়োজনীয় ইউটিউব টিপস এবং টুলস

সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে মজার অথবা প্রয়োজনীয় ভিডিও দেখে কাটিয়ে দেয়া যায় ঘন্টার পর ঘন্টা। এটি একদিকে যেমন তথ্যের ভান্ডার তেমনি অন্য দিকে বিনোদনেরও। তবে শুধু ভিডিও দেখলেই অনেক সময় ব্যবহারকারী দের সব চাহিদা পূরন হয় না। ভিডিও ডাউনলোড, রি-প্লে, ক্যাপশন যুক্ত করা ইত্যাদি আরও অনেক সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন থার্ডপার্টি টুলস ব্যবহার করতে হয়। এমনই কয়েকটি টুলস এবং টিপস থাকছে এই পোস্টে।

ভিডিও রি-প্লে করা

2010-11-16_211828
অনেক সময় দেখা যায় ইউটিউবে একটি গান ভাল লেগে যায় এবং বার বার শুনতে ইচ্ছা করে। তখন প্রতিবার ইউটিউবের ট্যাবটি খুলে রি-প্লে চাপতে হয়। এর থেকে মুক্তি পেতে খুবই সহজ একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। TubeReplay তে গিয়ে যে ভিডিওটির ইউআরএলটি পেস্ট করে Replay বাটনে ক্লিক করুন। এরপর কি হবে সেটা নিশ্চয় আর বলতে হবে না :)

ভিডিও এর নির্দিস্ট অংশ দেখানো

এটি আরেকটি প্রয়োজনীয় টুল। অনেক সময় দেখা যায় আপনি একটি ভিডিও এর নির্দিস্ট একটি অংশ শেয়ার করতে চাচ্ছেন। ভিডিওটি হয়তো ১০ মিনিটের তবে আপনি ৪:১২ সেকেন্ড থেকে ৫:৩০ সেকেন্ড পর্যন্ত অংশটুকু বন্ধুদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। এটি করার প্রয়োজন হয় কারন অনেকের ইন্টারনেট স্পীড এত কম যে ১০ মিনিটের ভিডিও লোড হতে ১০ ঘন্টা লেগে যেতে পারে :( আর অনেক সময় পুরো ভিডিওটির মাত্র নির্দিস্ট একটি অংশে থাকে প্রয়োজনীয় জিনিসটি। কারন যেটিই হোক না কেন এই সুবিধাটি ভোগ করার জন্য প্রথমে Splicd এ যান।
2010-11-16_222903
এরপর উপরের ছবির মত দেখতে পাবেন এবং এখানে প্রথম ঘরে URL টি পেস্ট করুন। এরপর from এর পাশে যে সময়টি থেকে ভিডিও এর মূল অংশ শুরু হবে সেই সময় এবং to অংশে লিখুন যেখানে ভিডিওটি শেষ হবে। এরপর continue বাটনে ক্লিক করলে পরবর্তি পেইজে প্রিভিউ দেখতে পাবেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য একটি URL দেয়া হবে।

ভিডিও ডাউনলোড করা

এটি এমন একটি জিনিস যা নিয়ে মোটামুটি সবাই ঝামেলা পোহায়। অনেকে IDM এর মত ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন এবং তারা সহজেই ইন্টারনেট থেকে যে কোন ভিডিও ডাউনলোড করতে পারেন। তবে ইন্টারনেট টুলস ব্যবহার করে ডাউনলোডের জন্য আমার দেখা সবচেয়ে ভাল টুল হলো zamzar এবং এটি নিয়ে খালিদ হাসান বিস্তারিত লিখেছেন তার এই পোস্টে। তবে আরও একটি উপায়ে এটি করতে পারেন। এর জন্য আপনার পিসিতে জাভা ইন্সটল করা থাকতে হবে। জাভা ইন্সটল থাকা অবস্থায় KissYouTube এ গিয়ে ভিডিও ইউআরএলটি পেস্ট করে এন্টার দিলে ভিডিওটি ডাউনলোড হবে। এছাড়াও YoutubeDownloader এর মত ফ্রী সফটওয়্যার ব্যবহার করেও এটি করতে পারেন।
আরও কিছু লেখার ইচ্ছে ছিল। কিন্তু সময়ের অভাব এবং অলসতার কারনে লিখা হলো না :(

শুক্রবার, ১৯ নভেম্বর, ২০১০

ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!!

y ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunesa ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunesh ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtuneso ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtuneso ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunes &

f ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunesa ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunesc ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunese ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunesb ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunesundefinedundefinedundefined
আমারা বিভিন্ন জন বিভিন্ন রকম মেসেঞ্জার ব্যবহার করি। এই সকল মেসেঞ্জারের মধ্যে ইয়াহু মেসেঞ্জার, নিমবাজ, ডিগসবি, পিজিন প্রভৃতি অনেকের কাছেই জনপ্রিয়। মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জার হিসেবে নিমবাজ, ডিগসবি আর পিজিনই সকলেই ব্যবহার করে থাকে। ইয়াহু মেসেঞ্জার মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জার নয়। এটি দিয়ে কেবলমাত্র ইয়াহুতে চ্যাট করা যায়। অনেক আগে আমার একটা ইচ্ছা ছিল ইয়াহু মেসেঞ্জারের এমন একটি প্লাগইন খুঁজে বের করবো যেটি দিয়ে ফেসবুকে চ্যাট করা যাবে। কিন্তু আর সম্ভব হল না। বর্তমানে ইয়াহুর নতুন ভার্শন Yahoo! Messenger 11.0.0.1751 Beta বের হল । এটিতে ফেসবুক প্রটোকল যুক্ত করা হল। আমার খুঁজাখুঁজির অবসান ঘটলো। নতুন ভার্শনটি ডাউনলোড করে সেটআপ দিলাম আর পেয়ে গেলাম Link to Facebook অপশনটি । এখানে প্রবেশ করে সবকিছু ওকে করাতেই লগইন হয়ে গেলাম ফেসবুকে।
untitled ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunes
অনেকেই বলবেন আমি নিমবাজ/ডিগসবি/পিজিন ব্যবহার করি। এগুলো আমিও ব্যবহার করেছি কিন্তু শেষ ইয়াহুতে ফিরে এলাম। পিজিনে বাংলা সাপোর্ট করে না। নিমবাজ/ ডিগসবিতে বাংলা সাপোর্ট করলেও এদের সকলের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম থাকে। আসলে মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জারে একটু প্রবলেম হওয়াটা স্বাভাবিক। এ সকল মেসেঞ্জার হতে ফ্রেন্ড লিস্টের আইডল আবস্থা ধরা যায় না, কোন কোন ফ্রেন্ডকে লিস্টে পাওয়া যায় না যদিও তারা ফেসবুকে ঠিকই আছে। মাঝে মাঝে অফলাইন অনলাইন প্রবলেম দেখায়। যাইহোক ইয়াহুতে ফেসবুক সংযুক্ত হওয়ায় আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে নিচের লিংক হতে ইয়াহু নতুন ভার্শনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
Download1 ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunes
rtr ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunes

Twitter Bird Gadget